আজ মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ২৬ মহর্‌রম ১৪৪৭ | রাত ১০:১৩

প্রধানমন্ত্রী ডেলটা প্রকল্প নিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

ডান্ডিবার্তা | ০৬ এপ্রিল, ২০২৩ | ১১:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগে যেখানে ৫ থেকে ৭ মণ করে ধান হতো, এখন সেখানে ১৩ থেকে আরম্ভ করে ২১ মণ পর্যন্ত ধান হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে উন্নত মানের বীজ নিয়ে গবেষণা করায় আল্লাহতালা এই ফসল দিয়েছে। সারা বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল, এবার আরও বেশি স্বয়ংসম্পূর্ণ। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কথা বলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আন্ত: ধর্মীয় সংলাপে প্রধান অতিথি ছিলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আমাদের ভূমি যতটুকু আছে, সেটাতো আর বাড়বে না বরং জনসংখ্যা বাড়ার সাথে সাথে আবাদ যোগ্য ভূমি কমবে। তাই ২১০০ সালে যে প্রজন্ম বাংলাদেশে বসবাস করবে তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ডেলটা প্রকল্প তৈরি করেছেন। গবেষকদের নিয়োগ দিয়েছেন, যাতে সেই সময়ের প্রজন্ম আমাদের থেকে কোন অংশে খারাপ না থাকে। এই ধরণের চিন্তা অতিতের কোন সরকার করেনি। প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, নির্বাচন আসলেই সাম্প্রদায়িক একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে একটি মহল। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, গ্রেনেড হামলা করেছে, তাদের এই মহলটি জড়িত, তারা একই সূত্রে গাথা। তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। আন্ত: ধর্মীয় সংলাপ অংশগ্রহণকারী বিভিন্ন ধর্মের মানুষের উদ্দেশ্যে মন্ত্রী বলেছেন, ২০২১ সালে মধ্যে মধ্যম আয়ের দেশ করতে চেয়েছেন প্রধানমন্ত্রী, ২০২০ সালের মধ্যেই করেছিলেন। উনি চেয়েছিলেন ২০৩১ সালের মধ্যে উন্নয়ন শীল দেশের কাতারে পা ফেলবেন। সেটা ২০২২ সালের মধ্যেই পদ্মা সেতু, মেট্টোরেল নির্মাণের মধ্যদিয়ে উন্নত দেশে পা ফেলেছে। এখন পদ্মা সেতু থেকে বাংলাদেশের দৈনিক আয় ৩ কোটি টাকা, বছরে যে আয় হয়, তা এক সময়ের মোট বাজেটের চেয়েও বেশি। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে, সেই অগ্রযাত্রাকে যাতে কেউ রোধ না করতে পারে, সে দিকে সচেতন থাকতে হবে। আমার একজন ভোটার, ভোটটি আমাদের আমানত। এই আমানত যদি যে অপাত্রে দিবে, সে আল্লাহর কাছে দায়ি থাকবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। সংলাপে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ, মন্দিরের পুরহিতসহ বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গিতা, বাইবেল পাঠ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা