আজ মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ২৬ মহর্‌রম ১৪৪৭ | রাত ১০:০৯

রূপগঞ্জে পেট্রোল ঢেলে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ

ডান্ডিবার্তা | ০৬ এপ্রিল, ২০২৩ | ১১:০৬ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আগুনে ঘরে থাকা টিভি, ফ্রিজ, সোকেচ ও ওয়াড্রপ, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়। আগুণের ঘটনার খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনেন। অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসী হাশেম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া বাদী হয়ে একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ মমিন (৪৫), আবুল হোসেনের ছেলে মোঃ হাশেম (৩০), মোঃ মমিন মিয়ার ছেলে হাবিব (২২) ও মৃত রমজান মিয়ার ছেলে মোঃ আবুল হোসেনকে (৫৫) আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, ১০-১২ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো ছেন, দা, চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও বাশের লাঠি সোটা হাতে সজ্জিত হয়ে শাহজাহান মিয়ার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। হামলাকারীরা ঘরে থাকা কাঠের সোকেচ, ওয়াড্রপ, ফ্রিজ, স্মার্ট টিভি, ল্যাপটপ, ডেসিন টেবিল, ওয়াল সোকেচ ভাংচুর করে। সুকেছে থাকা নগদ ১৫ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় বাঁধা দিলে শাহজাহান মিয়ার স্ত্রীকে এলোপাথারি মারধর করে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম ও শ্লীলতাহানী করে। এসময় সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে ঘরে আগুণ ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা