আজ শুক্রবার | ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ১০ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৭:৪৯
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

আজ মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া

ডান্ডিবার্তা | ২০ অক্টোবর, ২০২৩ | ১১:৩০ পূর্বাহ্ণ

বিশ্বকাপের মঞ্চে বেঙ্গালুরুতে আজ দুপুর আড়াইটায় মুখোমুখি হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালে জায়গা করে নিতে এ ম্যাচের গুরুত্ব অনেক। অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। তৃতীয় ম্যাচে জয়ের দেখা মেলে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান প্রথম দুই ম্যাচ নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারায়। পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায়।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে এরই মধ্যে ১৭টি ম্যাচ হয়ে গেছে। অথচ বেঙ্গালুরুবাসী এখনো বিশ্বকাপের মজা সেভাবে পায়ইনি। কি করে পাবে। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে এখনো যে কোনো ম্যাচই হয়নি। বেঙ্গালুরুবাসীর সেই আক্ষেপ ঘুচে যাচ্ছে আজ। পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে ২০২৩ বিশ্বকাপে অভিষেক হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামের।

বেঙ্গালুরুর এই চিন্নাস্বামী স্টেডিয়ামে আজকের আগেই অবশ্য বিশ্বকাপের ম্যাচ হয়েছে ৭টি। ১৯৮৭ বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ হয়েছিল এই মাঠে। ১৯৯৬ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চও পেয়েছে এই মাঠ। বাকি ৫টি ম্যাচ হয়েছে ২০১১ বিশ্বকাপে। তার মধ্যে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার সেই ঐতিহাসিক ম্যাচটিও আছে। যে ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল আয়ারল্যান্ড। ইংল্যান্ডের করা ৮ উইকেটে ৩২৭ রান তাড়া আয়ারল্যান্ড করেছিল ৭ উইকেটে ৩২৯। তবে এবার আইরিশদের সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে পাকিস্তান। গত ১০ অক্টোবর হায়দরাবাদে শ্রীলঙ্কার (৩৪৪/৯) বিপক্ষে পাকিস্তান (৩৪৫/৪) গড়েছে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।

সেই পাকিস্তানই আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়া, বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডেটি খেলেছে যারা। ২০২০ সালের জানুয়ারিতে, ভারতের বিপক্ষে। বিশ্বকাপ ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী বেঙ্গালুরুর চিন্নাস্বামীর আজকের ম্যাচটি অস্ট্রেলিয়া-পাকিস্তান, দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম তিন ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৪, অস্ট্রেলিয়ার ২। মানে প্রথম তিন ম্যাচের দুটিতে জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া জিতেছে মাত্র একটিতে। ফলে সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল রাখতে হলে অস্ট্রেলিয়াকে আজ জিততেই হবে। হারলে অসিরা পড়ে যাবে খাদের কিনারায়। অসিদের মতো অতটা কঠিন না হলেও হারলে পাকিস্তানও পড়ে যাবে চাপে।

সুতরাং আজ বেঙ্গালুরুতে দুই দলই জয়ের জন্য মরিয়া থাকবে। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম দুই ম্যাচে টানা হারলেও শেষ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। মজার ব্যাপার হলো—পাকিস্তানেরও দুই জয়ের একটি শ্রীলঙ্কার বিপক্ষে। যাই হোক, প্যাট কামিন্সের দল আজ সেই আত্মবিশ্বাস নিয়েই নামছে মাঠে। বিপরীতে তিন ম্যাচের দুটিতে জিতেও আজ মাঠে নামার পথে পাকিস্তানের সঙ্গী হচ্ছে হতাশা। নিজেদের সর্বশেষ ম্যাচে চিরশত্রু ভারতের কাছে যে হেরেছে বাবর আজমের দল। হায়দরাবাদের সেই হারটাও ছিল অসহায়ভাবে।

যে হারের পর স্বদেশি সমর্থক-বোদ্ধাদের অনেক সমালোচনা হজম করতে হয়েছে বাবর আজমদের। আজ হারলে সমালোচনার তির যে আরো বেশি করে রক্তাক্ত করবে, সেটা জানেন বাবর আজমরা। তাই যে কোনোভাবে বেঙ্গালুরুতে জয় চাইবেন তারা। ওদিকে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স তো আগেই বলে দিয়েছেন, ‘এখন প্রতিটা ম্যাচই আমাদের জন্য ফাইনাল।’ প্যাট কামিন্সের সেই ‘ফাইনাল’ জিতে দেশবাসীর সমালোচনা বন্ধ করতে পারবেন বাবর আজমরা? নাকি নিজেদের ট্যাগ লাগানো ‘ফাইনাল’ জিতে অস্ট্রেলিয়ানরাই আত্মবিশ্বাস বাড়িয়ে নেবেন ‘আরেক ফাইনালের’ জন্য?




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা