আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ৯:২৩

নোয়াখাইল্লা রিপনকে নিয়ে সমালোচনার ঝড়!

ডান্ডিবার্তা | ৩১ মে, ২০২৪ | ১২:২৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসেসিয়েশনের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন তা বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন দীর্ঘদিন যাবত সভাপতির পদ কুক্ষিগত করে রাখা মহসিন ভুইয়া। ইতিপুর্বে এনসিসি ১০নং ওয়ার্ড থেকে বহিরাগত লোকজন নিয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েও ক্ষ্যান্ত হয়নি তিনি। এখন আবার ষড়যন্ত্র করছে মহসিন ভুইয়া। গত বুধবার এনসিসি ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও বহুরপী ব্যক্তি হিসেবে খ্যাতি পাওয়া মো.সিহাব উদ্দিন রিপন @ নোয়াখাইল্লা রিপনের সাথে গোপন মিটিং করার প্রাক্কালে সকলের কাছে ধরা পড়ে মহসিন ভুইয়া। স্থানীয়দের মতে মো.সিহাব উদ্দিন রিপন ওরফে নোয়াখাইল্লা রিপন বিগত এনসিসি নির্বাচনে মহসিন ভুইয়া পক্ষে নির্বাচনী প্রচারনা করেছেন। কিন্তু টাকার লোভে বিভিন্ন সময়ে খোলস পাল্টে বহুরুপী রুপ ধারন করে এ রিপন। স্থানীয় এবং ব্যবসায়ীদের দাবী আসছে চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসেসিয়েশনের নির্বাচনের দিনক্ষন ঘনিয়ে আসায় তা যেনো করতে না পারে সেজন্য মহসিন ভুইয়া বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন মহসিন ভুইয়ার কাছ থেকে দুরে অবস্থানকারী মো.সিহাব উদ্দিন রিপন @ নোয়াখাইল্লা রিপনের সাথে গোপন মিটিংয়ের এর বিষয়টা সকলকে ভাবিয়ে তুলেছে। তাদের উভয়ের সাথে কি আলোচনা হলো তাও জানে না অনেকে। কিন্তু কি কারনে হঠাৎ দু’জনের গোপন মিটিং তা নিয়েও শংকায় রয়েছেন সবাই। তবে অনেকেরই ধারনা যে,আসছে নির্বাচনকে বানচাল করতেই মহসিন ভুইয়া ও মো.সিহাব উদ্দিন রিপন @ নোয়াখাইল্লা রিপন গোপন মিটিং করেছেন। এ যেন তলে তলে রুহুল আমির মোল্লার ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা। তবে এধরনের ঘটনার পর রুহুল আমিন মোল্লার পাশে থাকা অনেকেই মনে করেন যে,তার সাথে থেকেই প্রতিপক্ষের সাথে তার বিভিন্ন তথ্যাদি আদান-প্রদান করছেন যার মুল্য ভবিষ্যতে হয়তবা কাউন্সিলরকে গুনতে হতে পারে। রিপনের মত লোকদের কাছ থেকে দুরে থাকারও আহবান করেন রুহুল আমিন মোল্লাকে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন,মহসিন ভুইয়ার পক্ষে থেকে রিপন একাধিক অপকর্ম করেছেন যা আজো সাধারন মানুষ সে সর্ম্পকে অবগত রয়েছেন। ২০১৮ সালে আর কে টেক্সটাইল থেকে জুটের সাথে মেশিনারিজ বের করার ঘটনাটি ছিলো স্থানীয়দের মাঝে উল্লেখযোগ্য একটি ঘটনা। সেই ঘটনায় মিল কর্তৃপক্ষ রিপনকে অপমান করে উক্ত মিলে প্রবেশের পথটি একেবারে বন্ধ করে দেয়। এছাড়াও মহসিন ভুইয়ার বলয় ত্যাগ করে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ২৫ লক্ষ টাকা চাদাঁদাবীর এক ঘটনায় রিপনের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছিলো। পাশাপাশি এ ব্যাবসায়ীর মিলের গেটের সামনে আগুন লাগানোর ঘটনায়ও অপর একটি মামলার আসামী হয় এ নোয়াখাইল্লা রিপন। স্থানীয়রা আরো জানান, এনসিসি নির্বাচনে পুরো সময় মহসিন ভুইয়া পক্ষালম্বন করে নির্বাচনী ফলাফলের পুর্বে নিজের খোলস পরিবর্তন করে অন্য বলয়ে প্রবেশ করে এ নোয়াখাইল্লা রিপন। তারা বলেন, মহসিন ভুইয়াকে পুজি করে প্রচুর টাকা উপার্জন করে এখন কাউন্সিলর রুহুল আমির মোল্লার পক্ষে থেকে বিভিন্ন অপকর্মে মেতে উঠেছে এ রিপন। সাধারন মানুষের জমি দখল করে অন্যত্র বিক্রি, এলাকায় নতুন বাসাবাড়ি নির্মান করলে তাকে টাকা দিতে হয় এবং রাতের আধারে বিভিন্ন উঠতি বয়সী ছেলেদের দিয়ে অপকর্ম করানো নিত্যনৈমিত্তিক হিসেবে দাড় করিয়েছে। তারা আরও জানান,দিনের আলোতে রুহুল আমিন মোল্লার সাথে আর রাতের আধারে মহসিন ভুইয়া সাথে এ যেন দুমুখো সাপের মত আচরন হয়ে পড়েছে এ নোয়াখাইল্লা রিপনের চরিত্র। অথচ ব্যবসায়ীদের দীর্ঘদিন সমস্যা চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসেসিয়েশনের নির্বাচনের জন্য। সভাপতির পদ কুক্ষিগত করে রাখা মহসিন ভুইয়ার হাত থেকে যখন কাউন্সিলর রুহুল আমির মোল্লা চেষ্টা করছেন ঠিক সেই মুহুর্তে মহসিন ভুইয়ার সাথে মিটিং এবং সখ্যতা অনেকটা প্রশ্ন জাগে স্থানীয়দের মাঝে। স্থানীয় এক আওয়ামীলীগ নেতা বলেন,কাউন্সিলর রুহুল আমিন মোল্লা একজন ভাল জনপ্রতিনিধি এবং উদাড় মনের মানুষ। তার পাশে এরুপ দুমুখো সাপ প্রকৃতির মানুষগুলো যে কোন সময়ে বিপদের কারন হয়ে দাড়াতে পারে। তাই কাউন্সিলরকে অনুরোধ করবো মো.সিহাব উদ্দিন রিপন ওরফে নোয়াখাইল্লা রিপন এর মত মানুষকে পরিত্যাগ করা উচিত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা