আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ১১:২৬

না’গঞ্জ হাই স্কুলে নারী শিক্ষক লাঞ্চিত তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা

ডান্ডিবার্তা | ০২ জুন, ২০২৪ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এক নারী শিক্ষক কে লাঞ্ছিত করার অভিযোগে লাঞ্ছিত নারী শিক্ষক তিন শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের চতুর্থ সাব জজ আদালতে এ মামলা দায়ের করেছেন। গত বৃহস্পতিবার বিজ্ঞ সহকারী জেলা জজ এক আদেশে মামলার আসামিদের আগামী ১১ জুন আদালতে উপস্থিত হয়ে জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন। আসামীরা হলেন শিক্ষক মাহাবুবুর রহমান, সাথী সাহা ও নুরুননেছা। মামলার আরজিতে বলা আদালত কে জানানো হয় বাদী ঐ স্কুলের একজন নারী শিক্ষক হিসেবে ১০ বছর যাবৎ সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। সম্প্রতি ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক মাহবুবুর রহমান তাকে ডেকে নিয়ে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অপদস্ত ও লাঞ্ছিত করে। পরে নারী শিক্ষক সাথী সাহা ও নুরুননেছা মাহবুবুর রহমানের সাথে একত্রিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে তাঁকে স্কুল থেকে বের হয়ে যেতে বাধ্য করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুঁইয়ার কাছে অভিযোগ করলে তিনিও কোন প্রতিকারের ব্যবস্থা করেনি। গত তিন মাস যাবৎ ভুক্তভোগী নারী শিক্ষকের বেতন ও বোনাস বন্ধ রাখায় সে অমানবিক জীবন যাপন করছে। উল্লেখ্য নারায়ণগঞ্জ হাই স্কুলের গভর্নিং বডি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ১ বছরের মধ্যে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে শিক্ষক কামরুল ইসলাম, হেনা রহমান ও গভর্নিং বডির সদস্য আবদুস সালাম বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নারী শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়ে স্কুলের তিনজন শিক্ষক আদালত থেকে সমন পেয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন বিধি মালা অনুযায়ী কোন শিক্ষকের বিরুদ্ধে দেওয়ানী মামলা হলে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে গভর্নিং বডি সিদ্ধান্ত গ্রহণ করবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা