
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের ফরাজীকান্দা এলাকায় জোড়পুর্বক জমি দখলের ঘটনায় আদালতে চার্জসীট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সৈয়দ রুহুল আমিন। গত ১৩ মার্চ আদালতে তার চার্জসীট জমা দেন। চার্জসীটে উক্ত ঘটনার পুরো বিবরনী উল্লেখ করেন তিনি। চার্জসীটে জানা যায়, বন্দর থানাধীন ফরাজিকান্দা নামচর মৌজাস্থিত নিজ দখলীয় সি.এস ও এসএ দাগ নং-২০,আরএস-৩ ও ৪ নং দাগে ৬৬ শতাংশ সম্পত্তি নিয়া মামলার আসামি রায়হান জাদা রবি (৪০) এর সাথে গন্ডগোল বিদ্যমান। তার ফলে গত বছরের ১৫ মার্চ রাত ১টার সময় মামলার এজাহার নামীয় ১নং আসামি আলী হায়দার হক শামীম (৬০) তাহার সহযোগী অন্যান্য আসামিদেরকে নিয়া বাদীর বাড়িতে গিয়া নানা ধরনের হুমকি ধমকি প্রদান করে। পরবর্তীতে গত বছরের ১৬ মার্চ দুপুরে বাদীর ভাই পারভেজ সহ বাদী লোক মারফত জানিতে পারে তাদের বর্ণিত উক্ত সম্পত্তি মামলার এজাহার নামীয় সকল আসামি সহ উপরোক্ত ধৃত আসামিগণ দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হইয়া জোর পূর্বক দখলের জন্য আসিয়াছে। বাদীর ভাই জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করে এবং বাণীর ভাবী আবিদা সুলতানা সোমা (৩৬) ঘটনাস্থলে গেলে মামলার এজাহার নামীয় ১নং আসামি আলী হায়দার ওরফে পিৎজা শামীম তাহার চুলের মুঠি ধরিয়া মারধর করে, ৮নং আসামি উৎসব (৪০) তাহার হাতে থাকা লোহার রড দ্বারা বারি মারিয়া বাদীর ভাবীর বাম পায়ে হাড় ভাঙ্গা জখম করে ও ৭নং আসামি আমির হোসেন তাহার হাতে থাকা চাপাতি দিয়া বাদীর ভাবীর মাথায় কোপ মারিয়া মারাত্মক রক্তাক্ত জখম করে। সংবাদ পাইয়া বাদী, বাদীর ভাই, আত্মীয় স্বজন, এলাকার গন্যমান্য ব্যক্তি সহ ঘটনাস্থলে গেলে ধৃত আসামিগণ সহ অন্যান্য আসামিরা আরো ক্ষুদ্ধ হইয়া ১নং আসামি আলী হায়দার ওরফে পিৎজা শামীম ও ৪নং লাল আসামি মামুন (৪৮) তাহাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দ্বারা বাদীর ভাই মঈনুল হক পারভেজ কে লক্ষ করিয়া এলোপাথাড়ি গুলি করে রক্তাক্ত জখম করে। তাহাদের গুলি বাদীর ভাই মঈনুল হক পারভেজ এর বাম পায়ে লাগিয়া মারাত্মক জখম প্রাপ্ত হয়। সকল আসামি বাদীর ভাবী, বাদী সহ বাদীর লোকজনদের দেশীয় অস্ত্রদ্বারা মারধর করে। এজাহার নামীয় ৩, ৯ ও ১০নং আসামি বাড়ির রান্না ঘরে আগুন লাগাইয়া দেয় ও এজাহার নামীয় ২, ৫, ৬ ও ১১নং আসামিরা বাদীদের বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গিয়া ৪ লাখ টাকার ক্ষতি সাধন করে। পরবর্তীতে বাদী ও তাহার লোকজনের ডাক চিৎকারে আশপাশের জিলোকজন আগাইয়া আসিলে আসামিরা বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাইয়া চলিয়া যায়। আসামিরা আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখলের জন্য ঘটনাস্থলে যায় এবং দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দ্বারা বাদীর ভাই ও ভাবীকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম প্রাপ্ত করে। বাদী বর্ণিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ, বন্দর থানা মামলাটির দায়িত্বভার পুলিশ পরিদর্শক/ মো: তছলিম উদ্দিনের উপর অর্পন করেন। মো: তছলিম উদ্দিন মামলার তদন্তভার গ্রহন করিয়া সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হইয়া সূচীসহ মানচিত্র অংকন করেন। আলামত জব্দ করেন। প্রাপ্ত সাক্ষীদের জবানবন্দি কা:বি: ১৬১ ধারা মতে লিপিবদ্ধ করেন এবং সোর্স নিয়োগ করেন। ঘটনা সংশ্লিষ্ট আলামত জব্দ করেন। এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত আসামী মিলে মোট ১৮ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করেন। কতক আসামীদের পুলিশ রিমান্ডে প্রাপ্ত হইয়া জিজ্ঞাসাবাদ করেন। তদন্তে আসামীর সংশ্লিষ্টাতা পেয়ে আদালতে চার্জসীট দাখিল করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯