
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন (বাবু ওমর) আনারস প্রতীকের কর্মীকে হয়রানী করার অভিযোগ উঠেছে। গত ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বাবু ওমর পরাজিত হওয়ার পর থেকেই তার কর্মী-সমর্থক জামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ আহম্মেদ নিরবকে হত্যার হুমকিসহ বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোপের সৃষ্টি হয়েছে। জানা যায়, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমতিয়াজ আহম্মেদ নিরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন (বাবু ওমর) আনারস প্রতীকের পক্ষে মাঠে কাজ করেন। নির্বাচনে বাবু ওমর পরাজিত হওয়ার পর থেকেই তার প্রতিপক্ষের লোকজন পূর্বশক্রতার জের ও নির্বাচনী প্রতিহিংসায় তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে সামাজিক, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি করার জন্য চেষ্টা করছেন। ইতিমধ্যে প্রতিপক্ষের লোকজন সাংবাদিকের মিথ্যা তথ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয় পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন। ইমতিয়াজ আহম্মেদ নিরব ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বুরুমদী পাকা রাস্তা হতে শাহাবুদ্দিনের বাড়ি পযন্ত, বুরুমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার রাস্তায় ইটের সলিং, বুরুমদী দক্ষিণ পাড়া মজিবের বাড়ি হতে কবরস্থান পর্যন্ত রাস্তা মেরামত, মাদ্রাসার উন্নয়ন, কবরস্থানের উন্নয়ন, মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন তিনি। ইউপি সদস্য ইমতিয়াজ আহম্মেদ নিরব বলেন, আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রাতদিন পরিশ্রম করে আমার ওয়ার্ডের প্রতিটি গ্রামের রাস্তা-ঘাট,মসজিদ-মাদ্রাসা,স্কুলসহ বিভিন্ন পর্যায়ে উন্নয়নের কাজ করেছি এবং করে যাচ্ছি। আমার নেতৃত্বে মাদক নির্মূলের জন্য এলাকায় মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করায় আমার প্রতিপক্ষের লোকজন নির্বাচনী প্রতিহিংসায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের হয়রানি করছেন। তিনি আরও জানান, আমার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দায়ের করবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯