
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের ধামগড় ও লক্ষনখোলা মৌজায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ৭৫ একর জমি অধিগ্রহণে মালিকরা তাদের জমির ন্যায্য মূল্য না পেলে একেবারে নিঃস্ব হয়ে যাবে বলে জানিয়েছেন নাসিক ২৫নং ওয়ার্ড উত্তর লক্ষনখোলার বিশিষ্ট শিল্পপতি ও রপ্তানিকারক তুলা তৈরীর প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক মোঃ জুয়েল মিয়া। মোঃ জুয়েল মিয়া গতকাল তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের অফিসে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এম আখতার হোসেনের সাথে আলাপ কালে একথা বলেন। তিনি বলেন আমরা সরকারের উন্নয়ন মূলক কাজকে স্বাগত জানাই, আমি ২০০৯ ও ২০১০ সালে ধামগড় মৌজায় বিভিন্ন দাগে ১০২ শতাংশ বাড়ির জমি ক্রয় করিয়া উন্নতমানের রপ্তানি কারক তুলা তৈরির প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে ব্যবসা পরিচালনা করে আসছি। প্রতিষ্ঠানটি দাড় করাতে ঐ সময়ে আমি যমুনা ব্যাংক লিঃ এবং প্রাইম ব্যাংক লিঃ এর কাছ থেকে ১০ কোটি টাকা ঋণ নেই। ২০২১ সালের ১৯ নভেম্বর আমার উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডে সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়, ভয়াবহ সেই অগ্নিকান্ডে আমার প্রায় ৩০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি পুনরায় চালু করতে আমাকে আবার ঋণ গ্রহণ করতে হয়। ক্ষতিগ্রস্ত কারখানাটি পুনরায় দাড় করানোর পরপরই জানিতে পারি সরকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখানে (ধামগড় ও লক্ষণখোলা মৌজায়) ৭৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার কারখানাসহ পরবর্তীতে কারখানা বাড়ানোর জন্য ক্রয়কৃত সকল জমি উক্ত অধিগ্রহণের আওতায় পড়ে যায়। পরবর্তীতে ২০২২ সালের ২৭ অক্টোবর আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় ও নারায়নগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ শাখা এবং ১ নভেম্বর-২০২২ তারিখে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র মহোদয় বরাবর মানবিক কারনে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সুবিবেচনা করিয়া জমির বর্তমান বাজার মূল্য অনুযায়ী জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবী করে দরখাস্ত করি এবং পূর্বের দরখাস্তের কোনরূপ সাড়া না পেলে পুনরায় গত ৬মার্চ আবারো একই দাবীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় বরাবর একটি দরখাস্ত করি এবং উক্ত দরখাস্তের অনুলিপি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরেও জমা প্রদান করি। বর্তমানে আমার কারখানার জমির পাশের জমি নগদে বেঁচা কেনা হচ্ছে ১২ থেকে ১৩ লক্ষ টাকায়, কিন্তু জমির মৌজা রেট আছে বাড়ি প্রতি শতাংশ ২ লক্ষ ৬২ হাজার ৫ শত টাকা, নাল জমি ৯১ হাজার টাকা এবং জমির বানিজ্যিক মূল্য আছে প্রতি শতাংশ ৫০ হাজার টাকা। এমতাবস্থায় সরকার যদি আমাদের উপর নির্দয় হয় তাহলে আমরা জমির মালিকগন একেবারে নিঃস্ব হয়ে যাবো। আমি ও জমির মালিকদের একটিই দাবী সরকার যেন আমাদের জমির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করে জমির ন্যায্য মূল্য পরিশোধ করেন এবং আমাদের একেবারে নিঃস্বতার হাত থেকে বাঁচিয়ে তুলেন। জুয়েল মিয়া এই প্রতিবেদককে আরো বলেন জমির মৌজা রেট নির্ধারণ করেন সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষ, আমরা আশা করবো আমাদের জমি অধিগ্রহণে জমির বর্তমান বাজার মূল্যের সাথে তা বিবেচনা করেই যেন সরকার পরবর্তী সকল সিদ্ধান্তগুলো বিবেচনা করেন এবং আমাদের জমির মালিকদের সাথে যেন অমানবিক কোন আচরণ না করেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে বিগত ২০২১ সালে উক্ত এলাকায় ৭৫ একর জমি অধিগ্রহণের সাইনবোর্ড সাটানোর পরপরই ঘোষণাকৃত অধিগ্রহণের অন্তভর্‚ক্ত এলাকার সকল কাজকর্ম ও ব্যবসা বানিজ্য স্থবির হতে থাকে, এই ঘোষণার পরপর উক্ত এলাকায় কেউ কোন গোডাউন বা ঘর ভাড়াও নিতে চাননা বলে জানিয়েছেন একাধিক বাড়ির মালিক, এতে করে বাড়ির মালিকদের প্রচুর লোকসান গুনতে হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯