আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ১০:৩৭

অর্থমন্ত্রী বরাবর সমাজতান্ত্রিক মহিলা ফোরামের স্মারকলিপি পেশ

ডান্ডিবার্তা | ০৫ জুন, ২০২৪ | ১:১৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারীর গৃহস্থালি কাজের আর্থিক মুল্য নিরূপণ, নারীর কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠা, সরকারিভাবে গ্রাম-শহরে এলাকাভিত্তিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার নির্মাণ, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণ, নারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পাবলিক টয়লেট নির্মাণ, নারী নির্যাতন বন্ধে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অর্থ মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি পেশের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে স্মারকলিপি পাঠ করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার, প্রচার সম্পাদক সুইটি বেগম, অর্থ সম্পাদক বিথী মাহমুদ, জেলার সদস্য মোর্শেদা আক্তার। নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ জুন আমাদের দেশের ২৪-২৫ অর্থ বছরের বাজেট সংসদে পেশ করা হবে। গৃহস্থালী কাজ ছাড়া কোন পরিবার ও সমাজ কল্পনা করা যায় না। গৃহ ব্যবস্থাপনার প্রায় ৮০ ভাগ কাজ নারীরা করে থাকেন। কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্রে এ কাজের কোন স্বীকৃতি মর্যাদা তো নেই ই বরং এ কাজকে তাচ্ছিল্য করা হয় সবসময়। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণায় দেখা যায় যে, নারীরা ঘরে প্রতিদিন প্রায় ৪৫ ধরনের কাজ করে। এই কাজের ৭৮-৮৭ শতাংশই অর্থনৈতিক হিসাবে আসে না। তারা বলেন যে নারীর গৃহস্থালী কাজের আর্থিক মূল্য বছরে প্রায় ১১ লক্ষ কোটি টাকা। কিন্তু বারবার গৃহস্থালী কাজের আর্থিক মূল্য জিডিপিতে অন্তর্ভূক্ত করতে বলা হলেও আমাদের এই দাবি এ বছরের বাজেটেও সরকার অন্তর্ভূক্ত করবে কি না আমরা অনিশ্চিত।
এছাড়াও সরকারি ভাবে এলাকাভিত্তিক মানসম্মত ডে কেয়ার সেন্টার নির্মাণ, কর্মজীবি নারীদের জন্য হোস্টেল নির্মাণ, নারীর শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পাবলিক টয়লেট,হাসপাতালে মাতৃসদনসহ নিমার্ণে বাজেটে বরাবরই বরাদ্দ কম দেওয়ার হয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজ অথচ তাদের চাহিদা কে অগ্রাহ্য করে বাজেট পেশ করা হলে এই বাজেট মেনে নেওয়া হবে না। বাজেটে শুধু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিই নয় বরং সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অগ্রযাত্রার সাথে দেশের এগিয়ে যাওয়া ও যুক্ত। নারী প্রতিনিয়ত বাল্যবিবাহ, মাতৃমৃত্যু, নির্যাতন, ধর্ষণ, হয়রানি, কর্মক্ষেত্রে মজুরি বৈষম্যের শিকার হচ্ছে। অথচ দেশের প্রশাসনের সে দিকে কোন নজরদারি নেই। তাই আসন্ন বাজেটে উপরিউক্ত দাবিতে নেতৃবৃন্দ বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার জোর দাবি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা