
ডান্ডিবার্তা রিপোর্ট
সড়কে জমেছে হাটু সমান নর্দমার পানি। নোংরা পানিতে তলিয়েছে ঘড়-বাড়ি ও দোকানসহ নানা দালান। জলাবদ্ধতায় সড়কে কোথায় খোলা ড্রেন আর কোথায় গর্ত সেটা দেখার ও অবকাশ নেই। দূর্ঘটনার আশংকা নিয়েই কোন রকম প্রতিদিন চলাচল করছেন এলাকাবাসীকে। জলাবদ্ধতার কারণে এই সড়কে চলাচল করতে নারাজ রিকশা, অটোর ও মিশুকের মতো যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। গত মঙ্গলবার কিছুটা এমনই চিত্র দেখা যায় ফতুল্লার ৬৫নং ওয়ার্ড মাতুয়াইল শিশু মাতৃসাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল সড়কটিতে। জলাবদ্ধতার পানি পৌছে গিয়েছে ঘরের ভিতরেও। দুর্গন্ধযুক্ত পানিতে জীবন নির্বাহ করছে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আদর্শ নগর ও সহিদ নগর এলাকার একটি অংশ। তাছাড়া এই সড়কেই অবস্থিত এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিশু মাতৃ-স্বাস্থ্য হাসপাতাল। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মুমূর্ষ রোগীকে হাসপাতালে আনতেও ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। স্থানীয়রা জানায়, বিগত তিন বছর ধরে একই অবস্থার সম্মুখীন হচ্ছেন তারা। হালকা বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা দেখা দেয়। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে এই রাস্তাটির অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। সামনে বর্ষাকাল এই অবস্থার আরো অবনতি হতে পারে। দীর্ঘ ৩ বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ জনগণ। বর্ষার সময় ঘনিয়ে এলেই এই রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে যায়। যাত্রী সাধারনের ভাড়া পোহাতে হয় দ্বিগুণ। অন্যদিকে অটোরিকশাচালকদের অতিরিক্ত জলাবদ্ধতার কারণে মোটর ইঞ্জিন নষ্ট হয়ে যায়। স্কুল, মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়াশোনায় অসুবিধা হচ্ছে। ইতিমধ্যে কুতুবপুর ইউনিয়নে জনপ্রতিনিধিরা বেশ কয়েকটি রাস্তার উন্নয়নের কাজ চলমান রাখলেও, আদর্শ নগর হইতে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন এই রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার মেরামত কাজ অতি দ্রæত সমাধান করলে এই জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে জানায় তারা। সড়কটি সংস্কারে স্থানীয় এমপিদের দ্রæত পদক্ষেপ চায় ভুক্তভোগী মহল।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯