
ডান্ডিবার্তা রিপোর্ট
অতীতের চেয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অনেকটাই এগিয়ে বিএনপি। তবে, আওয়ামীলীগের রাজনৈতিক কৌশলে পরাজিত হচ্ছে বিএনপির আন্দোলন। অতীতে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃত্ব যারাইছিল জেলা বিএনপির নেতৃত্বে গিয়াসউদ্দিন এবং গোলাম ফারুক খোকনের নেতৃত্বে অনেকটাই শক্তিশালী বর্তমান জেলা বিএনপি। তবে, বিএনপির আন্দোলন আওয়ামীলীগের কৌশলে অনেকটাই পরাজিত বরন করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির আন্দোলন নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবতো পড়েইনি উল্টো বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উন্নয়নের পথে একধাপ এগিয়ে গেছে আওয়ামীলীগ। গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একের পর এক আন্দোলন চালিয়ে আসছিল মাঠের প্রধান বিরোধীদল বিএনপি। লাগাতার অবরোধ এবং হরতালসহ চোরাগোপ্তা হামলার মাধ্যমে নাশকতার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি নির্বাচনের আগের রাতে কেন্দ্রে হামলারও পরিকল্পনা করেছিল তারা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে গণধোলাইয়ের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবরোধ এবং হরতাল পালনকালে জেলার বিভিন্নস্থানে নাশকতার অভিযোগ এনে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এমনকি নির্বাচনী আগ মুহুর্তে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির একাধিক নেতৃবৃন্দকে গ্রেপ্তারও করেন। এব্যাপারে মন্তব্য করতে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ক্ষমতাসীনদলের কুটনৈতিক তৎপরতায় বিএনপি পরাজিত হয়েছে। বিএনপি বিভিন্ন দাবি ধাওয়া নিয়ে যে আন্দোলন করেছে তা সফলতা পায়নি বিএনপির ভিতরে ঘাঁপটি মেরে থাকা সরকারীদলের এজেন্টদের কারনে। উল্টো আন্দোলন করতে গিয়ে বিভিন্ন মামলার আসামি হয়ে পলাতক জীবন পার করছেন। দলের ভিতরে ঘাঁপটি মেরে থাকা ক্ষমতাসীনদলের এজেন্টদের চিহ্নিত করার মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেয়া দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। ইতিমধ্যে, কয়েকজন দালালের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিলেও তা চলমান রাখার পরামর্শ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এদিকে সদস্য, অনুষ্ঠিত হওয়া দ্বাদশ নির্বাচন বর্জনসহ অবৈধ এ সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন বিএনপি। জনগনের ভোটাধিকার রক্ষা এবং ড্যামি নির্বাচন বর্জনের দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ বিএনপি আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন। অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, বিএনপির গালে চপোটগাত ঘরে জনগন স্ফতস্ফুতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। দ্বাদশ নির্বাচনকে ঘিরে বিএনপি নানা ধরনের নাশকতার চেষ্টা করলেও নারায়ণগঞ্জের সাধারন মানুষের প্রতিরোধের মুখে তাদের ছায়াও দেখেনি সাধারন মানুষ। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পূনরায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বলে তিনি দাবি করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯