
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের মুরাদপুর এলাকায় মনিরুজ্জামান মনু(৪২) নামে এক সন্ত্রাসীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নাসিক ২৭নং ওয়ার্ডের মুরাদপুরে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার সন্ত্রাসী মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০/১২ জন মিলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহত মনুর স্ত্রী সাবিনার অভিযোগ। নিহত মনু নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুর এলাকার মৃত কামালুদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী নিহত মনুর ছেলে মিনহাজ ও ভাগনি মুনমুন জানান, সোনারগাঁয়ের কুতুবপুর মামির জানাজা শেষে গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে মনিরুজ্জামান মনু মুরাদপুর নিজ বাড়িতে আসে। এসময় একই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী ঘর থেকে বাহির করে প্রথমে মাথায় গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে দুপুর ২ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা বলেন, পূর্ব শত্রæতার জের ধরে মনিরুজ্জামান মনুকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রæপ। এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে। এলাকাবাসী জানান, নিহত মনু মুরাদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী প্রয়াত কামুর ছোট ভাই। তার পরিবারের মধ্যে আবুল পুলিশের ক্রসফায়ারে নিহত হন। কামু পুলিশ হেফাজতে মারা যায়। এছাড়া এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত মনুর ভাই নুরুজ্জামান নুরা ও বাবুল আক্তার, বড় বোন নিলুফা ও রেহানা অপর সন্ত্রাসী গ্রæপের হাতে খুন হয়েছেন। তার পর থেকে মনু কাপাসিয়ায় বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করতো। গত বৃহস্পতিবার নিহত মনু পাশ্ববর্তী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের কুতুবপুর এলাকায় তার মামি মারা যাওয়ার খবর পেয়ে ওই বাড়িতে যায়। গতকাল শুক্রবার সকালে মনু নিজ বাড়িতে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এ নিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। মদনপুর ও মুরাদ এলাকায় দুই গ্রæপের বিরোধ প্রায় ২ যুগ ধরে। এ বিরোধে দুই গ্রæপের এ পর্যন্ত প্রায় ১৫/১৬জন খুন হয়েছে। নিহত মনুর বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবহন খাতে চাঁদাবাজি ও স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামান ও তার পরিবারের সাথে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর পুরোনো দ্ব›দ্ব রয়েছে। মনুর ভাই কামরুজ্জামান ওরফে কামু (মৃত) এক সময় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিতেন। নিহত মনুর স্ত্রী সাবিনা আক্তার বলেন, ‘বিয়ের পর থেকে কাপাসিয়ায় শ্বশুরবাড়িতেই বেশি সময় থাকতেন মনু। কাঁচপুরে মনুর মামীর মৃত্যুর খবর পেয়ে এসেছিল। এই খবর পেয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরা মিয়া ও তার ছেলেরা মিলে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’ বন্দর থানার ওসি গোলাম মোস্তফা আরো বলেন, ‘পুরোনে শত্রæতার জেরে এ খুন হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমরা পুলিশ এ খুনের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনবো।’ তবে, সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯