আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ১০:৪২

গ্যাস সংকট নিরসনের দাবীতে কুতুবপুরে নাগরিক কমিটির মানববন্ধন

ডান্ডিবার্তা | ০৯ জুন, ২০২৪ | ১০:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল শনিবার সকালে কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির উদ্দ্যেগে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানবন্ধনের সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটি আহŸায়ক আলহাজ¦ নুরুল হক জমাদ্দার। সদস্য সচিব এস.এম.কাদির এর পরিচালনায় বক্তব্য রাখেন ফতুল্লা থানা নাগরিক উন্নয়ন কমিটির কার্যকরী সভাপতি ও কুতুবপুরের সমাজসেবক হাজী মোঃ শহীদুল্লাহ, কুতুবপুর নাগরিক ফোরাম (কুনাফ) এর সভাপতি জামাল উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক নিজামউদ্দিন মিন্টু, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ এর গভর্নিং বডির সদস্য ও পাগলা বাজার ব্যবসায়ী মোঃ জাহের মোল্লা, আরো বক্তব্য রাখেন বাহারানে সুলতান বাহার, সমাজকর্মী মোঃ নাছির উদ্দিন প্রধান, এডভোকেট বিরু, ৫নং ওয়ার্ড কুনাফের সভাপতি মহসিন মিয়া, মোহাম্মদ আলী, ডাঃ মাসুদ প্রমুখ। বক্তারা বলেন কুতুবপুরের বিভিন্ন এলাকায় গত ০৩ মাস ধরে নিয়মিত কোন গ্যাস সরবরাহ নেই। গ্যাসের চুলায় গ্যাস না থাকায় মা- বোনদের রাতের বেলায় রাত জেগে রান্না করতে হচ্ছে, এতে রাতে না ঘুমানোর কারনে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে এবং দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। বর্তমানে রাতের বেলায়ও কোন গ্যাস সরবরাহ হচ্ছে না। বক্তারা বলেন প্রতি মাসে নিয়মিত গ্যাস বিল পরিশোধ করার পরও যথাসময়ে এবং নিয়মিত গ্যাস দেওয়া হচ্ছে না, এতে করে মধ্যবিত্ত ও নি¤œবিত্তদের পরিবার চালানো জন্য বাড়তি খরচ গুনতে হচ্ছে। বক্তারা বলেন যদি আগামী ০৭ (সাত) দিনের মধ্যে গ্যাস সংকট সমাধান না করা হয়, তাহলে নারায়ণগঞ্জ তিতাস কার্যালয় অত্র এলাকার সকল শ্রেনীর জনগনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঘেরাও করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা