
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়ত আইভী মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে দেওভোগে অবাঞ্চিত ঘোষনার পর আনোয়ার যখন নিজ এলাকায় অনেকটা পরবাসী তখন জাতীয়পার্টির এমপি সেলিম ওসমান জেলা ও মহানগর আওয়ামীলীগের আন্ত:কোন্দল কমাতে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ও আনোয়ার হোসেনকে অনুরোধ জানিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আল্লাহ ছাড়া কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। আমরা কথা বলতে পারি, ঝগড়া করতে পারি, ভুল করতে পারি। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এনেছেন। আমি আমার ছোট বোন সেলিনার কাছে অনুরোধ রাখবো, আগে যা ঘটে গেছে সেটা বাদ দেন। আগামীকাল সকাল থেকে যেন আর কোন ভেদাভেদ না থাকে। আমরা যদি একসাথে থাকি তাহলেই বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলাদেশ গড়তে পারবো। আমরা যেন কখনোই ঝগড়া না করি। যদিও এই অনুষ্ঠানে মেয়র আইভী অনুপস্থিত ছিলেন। কিন্তু সাংসদ সেলিম ওসমানের এ বক্তব্যে দেওভোগবাসীসহ আওয়ামীলীগের একাধিক শীর্ষ নেতা মন:ক্ষুন্ন হয়ে বলেছেন, সেলিম ওসমান এমপি আনোয়ার হোসেনের পক্ষে ওকালতি করতে গিয়ে শুধু দেওভোগবাসীকে নয় বরং নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে দুর্বল করার নতুন ফন্দি এঁটেছেন। অতীতের সবকিছু ভুলে যাওয়ার কথা বলে মূলত আনোয়ার হোসেনের এক নায়কতন্ত্রকে পাকাপোক্ত করার চেষ্টা করছেন এমন অভিযোগ সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে। গতকাল শনিবার মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ এবং নবনির্মিত সুলতানা কামাল ক্রীড়া মিলনায়তনের উদ্বোধনকালে সাংসদ সেলিম ওসমান এ বক্তব্য দেয়ার পর শহরব্যাপী তুমুল প্রতিক্রীয়ার স্মৃষ্টি হয়। আওয়ামীলীগের একাধিক নেতা তাদের প্রতিক্রীয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আনেয়ার হোসেন নিজের পদ পদবী পাকাপোক্ত করতে যে ফাঁদ এঁটেছেন সেই ফাঁদে পা দিয়েছেন সাংসদ সেলিম ওসনমান। তারা বলেন, আওয়ামীলীগের সংখ্যাঘরিষ্ট নেতাকর্মী আনোয়ার হোসেনের উপর আস্থা রাখতে পারছেন না। আওয়ামীলীগের ক্ষমতার ৩ মেয়াদে তিনি নিজের ও স্বজনদের আখের গুছানো ছাড়া দলের ত্যাগী নেতাকর্মীদের জন্য কিছুই করেননি। বরং মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি করতে গিয়ে মেয়র আইভী তথা তার সমর্থক নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছেন। যে কারণে নেতাকর্মীরা বিক্ষোদ্ধ হয়ে উঠলে মেয়র আইভী দেওভোগ আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে আনোয়ার হোসেনকে দেওভোরেগ অবাঞ্চিত ঘোষনা করেন। সেখানে সেলিম ওসমানের কোন্দল কমানোর অনরোধকে কোন্দল উস্কে দেয়া বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী। এ ব্যপারে মহানগর আওয়ামীলীগের সভাপতির সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯