আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ১০:২৮

বিপাকে না’গঞ্জ আ’লীগের নেতাকর্মীরা

ডান্ডিবার্তা | ১০ জুন, ২০২৪ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী লীগের এখনকার রাজনীতিতে কোনো কিছুই জানার সুযোগ নেই। আগে রাজনীতিতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবার সঙ্গে সবার যোগাযোগ, আলাপ-আলোচনা হতো। দিবসভিত্তিক যেসব জাতীয় কর্মসূচি আমরা পালন করতাম সেগুলো নিয়ে আগে নানা ধরনের মহড়া হতো। নেতারা জানতেন ফলে কর্মীরাও জানতেন কখন কী করতে হবে। এখন নেতারাও জানেন না, কর্মীরা তো নাই। এ সময়ের রাজনীতিতে জানাবোঝার সংস্কৃতি উঠে গেছে। ফলে নেতাকর্মী সবাই দিক-নির্দেশনাহারা। আলাপকালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে এসব কথা বলেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ। আওয়ামী লীগের বর্তমান রাজনীতিতে তার মতো ‘মুজিব আদর্শ ধারণকারী’রা অবহেলিত ও বঞ্চিত উল্লেখ করে তৃণমূলের এ রাজনীতিবিদরা বলেন, মুজিব আদর্শ ধারণ করে আজও রাজনীতি করে আসছি আমরা। এখনকার রাজনীতি দেখে মনে হয় আমাদের রাজনীতি ভুল। মুজিব আদর্শের আমরা যারা রাজনীতি করি তারা অবহেলিত-বঞ্চিত। এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের একে অন্যের সঙ্গে যোগাযোগে বেশ ভাটা পড়েছে এটা সত্য। তবে, এমনটা সমম্বয়ের অভাব। তবে, নারায়নগঞ্জ আওয়ামীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছে। সামনে নেতাকর্মীদের মাঝে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে। এ প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বলেন, অধিকাংশ নেতাই এখন রাজনৈতিক দিক-নির্দেশনাহীন। তবে, রাজনৈতিক বা অরাজনৈতিক বিভিন্ন ইস্যু মোকাবিলা করেন দলের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ। রাজনৈতিক পলিসিতে এখন পরিস্থিতি মোকাবিলা করার প্রয়োজন পড়ে না। ফলে কোনো নির্দেশনাও থাকে না ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি। সমন্বয় ঘাটতির কারনে এমনটি হয়তোবা হয়ে আসছে। দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করতে যা প্রয়োজন সবই করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা