আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ১১:২৬

এমপি আজীম হত্যার তদন্তে নতুন মোড়’

ডান্ডিবার্তা | ১৩ জুন, ২০২৪ | ১২:৫৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এমপি আজীম খুনের তদন্তে নতুন মোড় নিয়েছে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত যেন নতুন মোড় নিয়ে এগোচ্ছে। তদন্তসংশ্লিষ্টরা শুরু থেকে বলছিলেন, স্বর্ণ চোরাচালান- কেন্দ্রিক বিরোধ ও লেনদেনের জের ধরেই এ হত্যাকাÐ। কিন্তু হঠাৎ করে সামনে আসছে রাজনৈতিক সংশ্লিষ্টতা। আজীম হত্যার ঘটনায় এবার আটক করা হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। রাজধানীর ধানমন্ডি থেকে গত মঙ্গলবার বিকেলে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চার নেতাকে নজরদারিতে রাখা হয়েছে। এর আগে এমপি আজীমকে অপহরণ ও গুমের মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ বাবুকে সাত দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি। ডিবির একটি সূত্র জানায়, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা হত্যার ঘটনা জেনেও কেন গোপন রেখেছিলেন, তারা কিভাবে ছবি পেলেন, হত্যার পরিকল্পনার সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা ছিল কি না এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। নজরদারিতে থাকা নেতাদের দেশত্যাগে নিষেধ করা হয়েছে। তাদের যেকোনও সময় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। তিন বারের এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাÐের ঘটনায় শিমুল ভূঁইয়া তদন্তকারী কর্মকর্তাদের যেসব তথ্য দেন, তাতে এই হত্যাকাÐের সাথে ঝিনাইদহ আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতার নামও উঠে আসছে। গত শনিবার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে গ্রেফতার করে রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এই বাবু ও শিমুল ভূঁইয়ার দেওয়া তথ্যমতেই ঢাকার ধানমÐি এলাকা থেকে এবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও ফ্রেফতার করে ডিবি। ডিবি’র তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, এমপি আনারের সঙ্গে একসময় সুসম্পর্ক ছিল মিন্টুর। কিন্তু রাজনৈতিক প্রভাব, ঝিনাইদহ-৪ সংসদীয় আসন এবং সীমান্ত দিয়ে চোরাচালান ব্যবসা নিয়ে দ্ব›দ্ব লাগে আনারের সঙ্গে। টানা তিন বার আনার ওই আসনটি দখল করে আছেন। সেখানে অন্য কেউ সুযোগ পাচ্ছেন না। সাবেক এমপিও যেমন মনোনয়ন পাননি, ঠিক তেমনি মিন্টুও অনেক তদবির করে বঞ্চিত হন। এতে করে মিন্টুর মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। কারণ তার নজর বা টার্গেট ছিল ওই আসন থেকে এমপি নির্বাচন করার। আনারের কারণে সেটি পারছিলেন না। আনার হত্যাকাÐের সাথে ঝিনাইদহের একাধিক এমপি জড়িত থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা