আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | দুপুর ১২:১৫

মধ্যরাতের বিএনপির কমিটি ‘ক্যু’

ডান্ডিবার্তা | ১৬ জুন, ২০২৪ | ৫:৪০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঘুমিয়ে পড়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার ফোন বেজে উঠল। কয়েকবার ফোন বাজার পর ঘুম থেকে উঠে রীতিমতো বিরক্ত হয়ে তিনি ফোনটি ধরলেন। স্ত্রী অসুস্থ, তার নিজের শারীরিক অবস্থাও ভাল না। এর মধ্যে রাত সাড়ে ১২টায় কে তাকে ফোন করল! ফোন ধরতেই অপরপ্রান্ত থেকে বিএনপির একজন নেতা জানালেন যে, ঢাকাসহ ৪ মহানগরের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষেপে গেলেন। তিনি বললেন, হোয়াট ননসেন্স, কে বলল তোমাকে? ঐ নেতা জানালেন যে, আপনি টেলিভিশনে দেখেন, টেলিভিশনে স্ক্রল যাচ্ছে। সেই রাতেই বিছানা থেকে উঠে টেলিভিশন অন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখলেন টেলিভিশন স্ক্রলে ব্রেকিং নিউজ হিসেবে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ ৪টি মহানগরে বিএনপির আহŸায়ক কমিটি বিলুপ্ত হয়েছে। ঢাকা ছাড়া অন্য যে দুটি মহানগর কমিটি বিলুপ্ত হয়েছে তার মধ্যে রয়েছে, চট্টগ্রামের দুটি এবং বরিশাল মহানগর কমিটি। একই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্তি আদেশে স্বাক্ষর দিয়েছেন রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই রাতেই রুহুল কবির রিজভীকে ফোন করলেন, জানতে চাইলেন আসল ঘটনা কী? রুহুল কবির রিজভী জানালেন যে, ‘ভাইয়া’ তাকে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, লন্ডন থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছে। সেই মেসেজটি তিনি শুধু প্রিন্ট করেছেন মাত্র। এরপর একটি দীর্ঘশ্বাস ফেলে আবার বিছানায় চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার রাতে এভাবে বিএনপিতে, একটি ‘ক্যু’ সংঘটিত হয়েছে, যে ‘ক্যু’ এর মাধ্যমে বিএনপির গুরুত্বপূর্ণ মহানগরীর ৫টি কমিটিসহ মোট ছয়টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলছেন যে, দলের স্থায়ী কমিটির কোন সদস্যই এ সম্পর্কে কিছু জানতেন না। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ের মতো নেতাদেরকে পুরো অন্ধকারে রেখে তারেক জিয়া মধ্যরাতে এই ‘ক্যু’টি করেন। কেন হঠাৎ করে কমিটি বাতিল করা হলো? এর জবাবে রুহুল কবির রিজভী বলেছেন যে, এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। এ কারণেই কমিটিগুলো বিলুপ্ত হয়েছে। কিন্তু বিএনপিতে এ রকম মেয়াদোত্তীর্ণ কমিটির সংখ্যা প্রায় শতাধিক। প্রায় প্রতিটি জেলাতেই কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ। অন্যান্য বিভিন্ন কমিটিও মেয়াদোত্তীর্ণ। তাহলে শুধুমাত্র ঢাকা উত্তর এবং দক্ষিণ আহŸায়ক কমিটি চট্টগ্রামের উত্তর দক্ষিণ আহবায়ক কমিটি, বরিশাল মহানগর কমিটি কেন বিলুপ্ত করা হল? এই প্রশ্নের উত্তর অবশ্য রুহুল কবির রিজভীর জানা নেই। তবে বিএনপির একাধিক নেতা দাবি করছেন যে, আন্দোলনের ব্যর্থতার কারণেই এই কমিটিগুলো বাতিল করা হয়েছে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে যে, টাকার ভাগ বাটোয়ারার জন্যই কমিটি বিলুপ্ত করা হয়েছে। মহানগর দুটিতে যখন আহŸায়ক কমিটি গঠন করা হয়েছিল তখন একটু মোটা অঙ্কের টাকা লেনদেনের কথা ছিল। উত্তর থেকে পঞ্চাশ কোটি এবং দক্ষিণ থেকে পঞ্চাশ কোটি মোট একশ কোটি টাকার একটি সমঝোতা হয়েছিল তারেক জিয়ার সঙ্গে মহানগরের নেতৃবৃন্দের। সেই সমঝোতা অনুযায়ী কিছু টাকা তারেক জিয়া পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নেতৃবৃন্দ টাকা দিতে অক্ষম হন এবং নানা কারণে টাকা দিতে সময়ক্ষেপণ করেন। এতে তারেক জিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এ কারণেই মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে। আহŸায়ক কমিটি যখন তৈরি করা হয়েছিল তখনও এটি নিয়ে প্রকাশ্যে সমালোচনা হয়েছে। টাকার বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে এমন কথা বিএনপির মধ্যেই আলোচনা হয়েছে। বিএনপির নেতারা দলীয় কার্যালয়ে গিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন। এমন সময় রুহুল কবির রিজভী বলেছিলেন, আমার কিছু করার নেই এটি লন্ডন থেকে এসেছে। আর এখন ওই টাকার ভাগ বাটোয়ারা না পাওয়ার জন্য কমিটিগুলো বিলুপ্ত করা হলো বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণে আহŸায়ক কমিটির নেতারা বলছেন যে, তারেক জিয়াকে টাকা দেয়ার জন্য সময় প্রয়োজন। কারণ, এই কয়দিন তারা দৌড়ের ওপর ছিলেন। আন্দোলন, সংগ্রাম এবং জেল-জুলুমের কারণে তাদের অবস্থা ছিল শোচনীয়। এ কারণেই টাকা দিতে বিলম্ব হয়েছে। কিন্তু তারেক জিয়া এই বক্তব্য আমলে নেননি। এখন নতুন করে এই কমিটিগুলো নিলামে উঠবে। দেখা যাক কত টাকা দিয়ে কে কোন পদে যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা