
ডান্ডিবার্তা রিপোর্ট
এনবিআরের সদ্য বিদায়ী সদস্য এবং ভ্যাট এবং কাস্টমস আপীলাত ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট ড. মতিউর রহমানকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তিনি দেশে আছেন না বিদেশে আছেন এই প্রশ্নের যেমন উত্তর নেই, তেমনি উত্তর নেই অনেক প্রশ্নের। গত মঙ্গলবার মতিউর রহমান কাস্টমস বিভাগের কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রæপে তাকে রক্ষার জন্য আবেদন করেন। তিনি কাস্টমস কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রæপে আবেগঘন এক বার্তায় উল্লেখ করেন যে, বিভিন্ন সময় তিনি সহকর্মীদের সহযোগিতা করেছেন, তাদের পক্ষে দাঁড়িয়েছেন। এখন তার খারাপ সময়, এখন তার পক্ষে দাঁড়ানোর জন্য আহŸান করেছেন। কাস্টমস কর্মকর্তারা যেন তার পক্ষে অবস্থান গ্রহণ করে সে জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। এই হোয়াটসঅ্যাপ বার্তাটি তিনি দেশে থেকে গিয়েছেন না বিদেশ থেকে দিয়েছেন- এ নিয়ে নানারকম প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন যে, মতিউর রহমান হয়তো দেশেই আছে। তবে বেশিরভাগের ধারণা মতিউর রহমান দেশত্যাগ করেছেন। তবে দেশত্যাগ করে তিনি কোথায় গিয়েছেন সে সম্পর্কে কোন তথ্য নেই। একটি সূত্র বলছে, মতিউর রহমান আগরতলা দিয়ে দেশ ত্যাগ করেছেন এবং ভারতে অবস্থান গ্রহণ করছেন। বেনজীর আহমেদের মতো আশ্চর্যজনকভাবে মতিউর রহমানেরও পাসপোর্টে বেসরকারি চাকরিজীবী লেখা। যে কারণে তিনি সরকারের অনুমোদন ছাড়াই বিদেশ যেতে পারেন। আর এটি কীভাবে সম্ভব হল সেটি নিয়েও এখন প্রশ্ন উঠেছে। সাধারণত সরকারি কোনো কর্মকর্তার বাইরে যেতে গেলে তাকে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাগে। এনবিআরের একজন সদস্য যে মাপের কর্মকর্তা তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অনুমোদন প্রয়োজন। কিন্তু এই ধরণের কোনো অনুমোদন গ্রহণ করা হয়নি এবং ছুটির আবেদনও মতিউর রহমান করেননি। কাজেই বোঝা যায় যে, তিনি সরকারের অনুমতি ছাড়াই বিদেশ চলে গেছেন। একজন সরকারি কর্মকর্তার সরকারি পাসপোর্ট নিয়ে চলাফেরা করতে হয়- এটাই তার নিয়ম। কিন্তু যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে বেসরকারি কর্মকর্তা হয়ে থাকেন, তাহলে তিনি বেসরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন দেশে যেতে পারেন। মতিউর রহমান বেসরকারি পাসপোর্টই গ্রহণ করেছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বেনজীর আহমেদের মতোই তিনি তার সরকারি চাকরির পরিচয় গোপন করে বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট গ্রহণ করেছিলেন। প্রশ্ন উঠেছে, তাহলে সরকারি কর্মকর্তারা এরকম ভুয়া তথ্য দিয়ে কিভাবে পাসপোর্ট পান এবং এই সমস্ত পাসপোর্টের প্রদত্ত তথ্য যথেষ্ট যাচাই বাছাই না করেই কিভাবে পাসপোর্ট ইস্যু করা হয়? মতিউর রহমান সম্পর্কে জানা গেছে যে, যখন ছাগল কাÐের সূত্রপাত হয় এবং মতিউর রহমান বিবৃতি দিয়ে বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান যে কথিত ইফাতের পিতা তিনি নন এবং ইফাতকে তিনি চেনেন না। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দেন। তখনই তিনি বুঝতে পারে যে, এর পরিণতি ভালো হবে না। তারপরই তিনি তার প্রথম স্ত্রী লাকী এবং প্রথম ঘরের ছেলেকে নিয়ে বিদেশ পাড়ি দিয়েছেন বলে একাধিক সূত্র দাবি করেছে। এরপর তার দ্বিতীয় স্ত্রী এবং সন্তানরা বিদেশে পাড়ি দেয়। তবে দুজনের গন্তব্য আলাদা ছিল। একটি সূত্র দাবি করছে মতিউর রহমান ভারতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি হয়তো অন্য কোন দেশে যেতে পারেন। আর তার দ্বিতীয় স্ত্রী ইতোমধ্যে মালয়শিয়া গেছেন। সেখানে তিনি সেকেন্ড হোম করেছেন বলে জানা গেছে। তবে সরকারি কর্মকর্তা এভাবে বেসরকারি কর্মকর্তা সেঁজে ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট নেওয়ার বিষয়ে অনতিবিলম্বে সরকারের তদারকি দরকার বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন দেখার বিষয় যে মতিউর রহমানের পক্ষে কাস্টমস কর্মকর্তারা অবস্থান গ্রহণ করেন কি না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯