
ডান্ডিবার্তা রিপোর্ট
উপজেলা পরিষদ নির্বাচনের পর সোনারগাঁয়ের রাজনীতিতে আওয়ামীলীগের ১ নাম্বার সদস্য মাহফুজুর রহমান কালাম এখন সর্বত্র আলোচনার বিষয়। তার সাথে চলছে উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে চুলচেড়া বিশ্লেষণ। আলোচনায় বাদ পড়ছে না, মাহফুজুর রহমান কালাম সমর্থিত কর্মী-সমর্থকদের সাহসিকতা ও দৃঢ়তার বিষয়টিও। ওসমান পরিবারের আশির্বাদপুষ্ট ও স্থানীয় এমপি, সবকয়টি ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যদের সমর্থিত প্রার্থী বাবুল ওমরকে বাদদিয়ে এবং সকল লোভ লালসাকে এড়িয়ে ভোটাররা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছেন মাহফুজুর রহমান কালামকে। এই সাফল্যের পর সোনারগাঁয়ের রাজনীতিতে এখন কিং হয়ে দাঁড়িয়েছেন মাহফুজুর রহমান কালাম। একাধারে প্রভাবশালী ওসমান পরিবারসহ সাবেক ও বর্তমান এমপি এবং ইউনিয়ন চেয়ারম্যান সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে তার এই সাফল্য তার রাজনৈতিক ক্যারিয়ারে নয়া মুকুট যোগ করেছে। এতে রাজনীতির জয় হয়েছে, পেশীশক্তি ও অর্থশক্তির পরাজয় হয়েছে। আবারও প্রমাণ হয়েছে জনগণের কাছে কোন শক্তিই বড় নয়, জনগণের পছন্দই শেষ কথা। তাই এই নির্বাচনে প্রভাবশালীদের এমন ভরাডুবির পর বিশ্লেষকদের ধারনা, সোনারগাঁয়ের রাজনীতিতেও আসবে নয়া মেরুকরণ। অন্যদিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর শিবিরে দেখা দিয়েছে হতাশা এবং মীরজাফর, বেঈমানদের খোজা হচ্ছে ও তাদের ভূমিকা নিয়ে চলছে বিশ্লেষণ। আবার এই পরাজিত প্রার্থী বাবুল ওমরের প্রাপ্ত ভোটের সংখ্যাকে তার নিজের কৃতিত্ব নয় বরং প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগনের রয়েছে বিশাল ভূমিকা। যদিও এটি উপজেলা নির্বাচন কিন্তুু প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের জন্য এটি ছিল তাদের জনপ্রিয়তা যাচাইয়ের ক্ষেত্র। দলীয় প্রতিক ছাড়া নির্বাচনের একটি উদাহরণ। প্রত্যেকটি রানিং চেয়ারম্যান অথবা সাবেক ও তার বিরোধী শিবিরের শক্তিমত্তা পরীক্ষার একটি ক্ষেত্র ছিল এই উপজেলা নির্বাচন।এই উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের ইউনিয়নেও বেশিরভাগ কেন্দ্রে আনারস প্রতীকের ভরাডুবি হওয়ায় ভোটারদের কাছে তার শক্তিমত্তা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নবিদ্ধ হয়েছে নবনির্বাচিত এমপির আলোচিত নির্দেশগুলো নিয়েও। একিভাবে দেখাযায় প্রতিটি ইউনিয়নেই প্রভাবশালী চেয়ারম্যানদের একচেটিয়া আধিপত্যের ভরাডুবি হয়েছে। তাই বলাই যায় নয়া রাজনৈতিক মেরুকরণের ফলে চেয়ারম্যানদের যে একক আধিপত্য ছিল তা আর থাকছে না। একইভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওসমান পরিবারের যে একচ্ছত্র আধিপত্য রয়েছে সেটিও অনেকটা খর্ব হয়েছে। করণ সোনারগাঁয়ের ক্ষমতাসীন সবকটি নেতাই নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমানের আনুক‚ল্য ও সমর্থন পুষ্ট। অপরদিকে মাহফুজুর রহমান কালাম কোন সময়ই ওসমান পরিবারের সমর্থন বা আনুক‚ল্য পায়নি। তিনি নিজেও কখনও নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমানের শীষ্যত্য গ্রহণ করতে যান নাই। তাই ধারণা করা হচ্ছে, বন্দর উপজেলায় যেমন ওসমান পরিবারের সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে এবং মাহফুজুর রহমান কালামের বিজয়ে সোনারগাঁয়েও ওসমান পরিবারের একক আধিপত্য অনেকটা খর্ব হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯