
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার মেঘনা পেট্রোলিয়ামের ডিপো থেকে জ্বালানী তেলবোঝাই ট্রলার বরিশাল যাওয়ার পথে বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরণ এবং ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি। এর আগে গত বুধবার রাতেনিয়ন্ত্রণে আসার পর রাতে ফের অগ্নিকান্ড হওয়ায় নিরাপত্তার জন্য ট্রলারটি নদীতে ডুবিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। খোলা নৌযানে সরকারী ডিপো থেকে তেল বিক্রির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক। জেলা প্রশাসক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেঘনা পেট্রোলিয়াম এভাবে খোলা ট্রলারে ড্রামে করে জ্বালানী তেল বিক্রি করতে পারে কিনা এনিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহŸায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় কারও গাফিলতি বা দায় থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অগ্নিকান্ডের ঘটনার সিসি টিভি ফুটেজ গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।
ফুটেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তেল নেওয়া শেষে জেটির পাশেই দাঁড় করানো ছিলো ট্রলারটি। ঘটনার সময় ট্রলারটির সামনের দিকে কিছু একটা কাজ করছিলেন একজন শ্রমিক। আরেকজন দাঁড়িয়ে ছিলেন পেছনের দিকে ট্রলারের উপরে। অন্যান্যরা ঘটনার কিছু ক্ষন আগেই ট্রলারের কেবিনের ভেতর ঢুকে যান। বিস্ফোরণের সাথে সাথেই ট্রলারের অগ্রভাগে থাকা ব্যাক্তিকে দেখা যায় পানিতে লাফ দিতে। এর একটু পরেই ট্রলারের পেছন দিয়ে পানিতে লাফ দেন আরেকজন। এছাড়া আর কাউকে ট্রলার থেকে বের হতে দেখা যাযনি। এর পর থেকেই বাড়তে থাকে আগুনের শিখা। পুড়ে যাওয়া ট্রলারটির নাম এমভি মনপুরা। ট্রলারটির মালিক সেলিম। অগ্নিদুর্ঘটনার সময় ওই ট্রলারে মাঝি বাকের, কামাল এবং শ্রমিক ফখরুল, বাবুল মোল্লা ও খোকন ছিলেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমরা লাশ উদ্ধার করে নৌ-ফাড়ির কাছে হস্তান্তর করেছি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। এদিকে, উদ্ধারকৃত লাশ অতিরিক্ত পুড়ে যাওয়া এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে পাগলা নৌ-ফাড়ির ইনচার্জ কামাল হোসেন জানিয়েছেন। তিনি বলেন, একজন নিখোঁজ রয়েছে, তার খোঁজ পাওয়া গেলে পরিচয় শনাক্ত করতে সুবিধা হবে। এর আগে, এক বক্তব্যে মেঘনা ডিপোর উপমহাব্যবস্থাপক লুৎফর রহমান জানিয়েছিলেন, সকাল সারে ১০টার দিকে তেল নিতে এখানে আসে ট্রলারটি। দেড়টার দিকে তেল নেওয়া শেষ হলে সবাই পাইপ তুলে নিয়ে দুপুরের খাবার খেতে চলে যায়। এমন সময় জেটি থেকে ২০-৫০ ফিট দুরে যেতেই ট্রলারে আগুন ধরে যায়। সেখানে লোক ছিলো ৫জন। আমাদের ডিপোতে যথেষ্ট পরিমানে ফায়ার ফাইটিং সামগ্রী আছে, আমরা তৎক্ষনাত আগুন নেভানোর কাজ শুরু করি এবং ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশকে খবর দেই। আমার জানা মতে, একজন নিহত, একজন আহত এবং তিজন নিখোঁজ রয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯