
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেনকে বয়কট করেছেন বন্দরের বীর মুক্তিযোদ্ধা ও বন্দর উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়নের চেয়ারম্যানরা। উপজেলা চেয়ারম্যান মাকসুদকে স্থানীয় এমপির অহযোগিতার কারণে বয়কট করেছেন বন্দর উপজেলাধীন সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। খোঁজ নিয়ে জানা যায়, বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা বয়কট করেছেন বন্দর উপজেলাধীন সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বীর মুক্তিযোদ্ধারা। এ নিয়ে পুরো উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। শপথ নেওয়ার পর উপজেলায় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রথমবারের মতো যোগদান করেন চেয়ারম্যান মাকসুদ হোসেন। এরআগে, বিশাল গাড়ি বহর নিয়ে বহিরাগতদের নিয়ে বন্দর উপজেলা পরিষদের প্রাঙ্গনে শোডাউন দিয়ে সমন্বয় কমিটির মাসিক সভায় যোগদান করেন তিনি। উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় অনুপস্থিত থাকার কারণ হিসেবে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ বলেন, সত্যি বলতে আমি মূলত ব্যস্ততার কারণে সেখানে উপস্থিত হতে পারিনি। ওইদিন আমি এমনিতেও সেখানে যেতাম না। আর অন্য কোন কারণ নেই। ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, আমার কিছু জরুরী কাজ ছিল। ঠিক সে কারণেই আমি ওই সভায় উপস্থিত থাকতে পারিনি। এদিকে, মুঠোফোন বন্ধ পাওয়া যায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম কোন মন্তব্য করেননি। হয়নি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা বলছেন, বন্দর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপজেলা পরিষদের সভায় অনুপস্থিতির কারণ হিসেবে ব্যস্ততার কথা বললেও আদৌতে তারা সেখানে উপস্থিত হননি ভিন্ন কারণে। অভ্যন্তরীণ বেশ কিছু কারণ থাকলেও সবচেয়ে বড় যে কারণ তা হলো; মাকসুদ হোসেন রাজাকারপুত্র। তার সাথে একই টেবিলে বসে কোনভাবেই সভা পরিচালনা করলে ব্যপক সমালোচনা হওয়ার সুযোগ তৈরী হবে। বীর মুক্তিযোদ্ধারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ১৯টি গ্রাম জ্বালিয়ে কমপক্ষে ১৫ জন বাঙালিকে জবাই করে হত্যা করেছিল চেয়ারম্যান মাকসুদের বাবা কুখ্যাত রাজাকার রফিক হোসেন ও তার তিন ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে দালাল আইনে রাজাকার রফিকসহ তার ১৮ জন দোসরের যাবজ্জীবন সাজা হলেও খুনি খন্দকার মোশতাক ক্ষমতা দখলের পর তাদের সাজা মাফ করেছিল। ব্যস্ততার কথা বলে আপাতত তারা বিষয়টিকে পাশ কাটিয়ে যান। কিন্তু বন্দরের বীর মুক্তিযোদ্ধারা সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান মাকসুদ হোসেনকে বয়কট করেছেন।
ই-৬ পি-৪ কলাম-২
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯