আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সকাল ৯:০২

হারিয়ে যাচ্ছে বন্দর উপজেলা আ’লীগ

ডান্ডিবার্তা | ০৪ জুলাই, ২০২৪ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এবার বন্দর উপজেলা আওয়ামীলীগ নিরব হয়ে গেছে। উপজেলা নির্বাচনে ভরাডুবির পর বন্দর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের আর তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তারা নিজেদের গুটিয়ে নিয়েছেন। উপজেলা নির্বাচনের আগে অনেক হাক ডাক ও হুমকি ধমকি থাকলেও নির্বাচনের পর তারা মুখ লুকিয়ে ফেলেছেন। তবে উপজেলা নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিয়ে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে বলে বন্দরের অনেকে মনে করছেন। তবে নির্বাচনে ভরাডুবির পর বন্দর উপজেলা আওয়ামীলীগের মধ্যে এক রকম হতাশা বিরাজ করছে। দলে নেই কোন কর্মসূচি। আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতেও সভাপতি উপস্থিত হননি। একজন সহসভাপতি দিয়ে নামে মাত্র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন দায় সারাভাবে। ছিল কোন শীর্ষ নেতা। কর্মীদেরও উপস্থিতি ছিল কম। সব মিলিয়ে বন্দর উপজেলা আওয়ামীলীগ যেন ব্যাকফুটে চলে গেছে। তবে বন্দর উপজেলায় আওয়ামীলীগের দু’টি অংশ দুই ভাবে রাজনীতি করছেন। একটি অংশ এম এ রশিদের পক্ষে অপরটি কাউন্সিলর সিরাজের পক্ষে। সিরাজের পক্ষে নেতারা সক্রিয় থাকলেও এম এ রশিদের পক্ষের নেতারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। অনেকে বলছেন নির্বাচনের আগে এম এ রশিদ যে ভাবে হুমকি দিয়েছেন আর বড় বড় কথা বলেছেন তার প্রতিফলন ঘটাতে পারেননি। নির্বাচনে ভরাডুবির পর তিনি নিজেকে লুকিয়ে রেখেন। যেহেতু তিনি বন্দর উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন নিয়ম অনুযায়ী নির্বাচনের পর তিনি বিজয়ী চেয়ারম্যানকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়া। কিন্তু তিনি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নিজেকে আড়াল করে রেখেছেন। তার পরাজয়ে তার নিয়ন্ত্রনের নেতাকর্মীরা লজ্জায় পড়েছেন। তারা মনে করেছিলেন যেহেতু দল ক্ষমতায় তাই দলীয় ক্ষমতা ব্যবহার করে প্রশাসনকে ম্যানেজ করে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নিবেন। ভোটে যাই হোক বিজয় তাদের হবে। এমন মনে করে তারা হুমকি দেয়া শুরু করেন। কিন্তু নির্বাচনে তাদের আশা পুরন হয়নি। উল্টো তাদের হুমকি তাদের উপর গিয়ে পড়েছে। এখন লজ্জায় নিজেদের লুকিয়ে রাখাটাই তারা ভাল মনে করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এতে করে হারিয়ে যাচ্ছে বন্দর উপজেলা আওয়ামীলীগ। যার কারণে দল রক্ষায় একটি পক্ষ মাঠে রয়েছে। তারা চাচ্ছেন নেতৃত্বে পরির্বতন করে হলেও দল রক্ষা করা জরুরী। এক এমএ রশিদের জন্য দল ক্ষতিগ্রস্থ হবে তা মেনে নেয়া যায় না। তাই আওয়ামীলীগের তরুণ নেতারা ঐক্যবদ্ধ হয়ে দল রক্ষায় মাঠে নেমেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা