আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ৯:০৫

রূপগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ০৪ জুলাই, ২০২৪ | ১০:৫৩ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (ইজঊই) ও পল্লী বিদ্যুৎ সমিতি (চইঝ) একীভুত করণসহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন ও সকল চুক্তি ভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরনের দাবীতে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। গতকাল বুধবার রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকাস্থ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সামনে দিনব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ করেন তারা। এ সময় বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রাখা হয়েছে। সকাল ১০ টায় শুরু হওয়া এ কর্মসূচীতে অংশ নেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর, জোনাল, সাব জোনাল ও এরিয়া অফিসের প্রায় ৩ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। চাকুরী নিয়মিত করন ও অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়নের ২ দফা দাবীতে তারা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এ সময় আন্দোলনকারীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্ত বা কর্মচারীদের কোন গ্রেড বা আইডেন্টিটি নাই। এ ছাড়া এ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পদপদবীসহ অন্যান্য বিদ্যুুৎ বিতরণকারী সংস্থার সাথে কোন মিল নাই। পবিসে জনবল সংকট প্রবল। লাইনম্যানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের কোন নির্দিষ্ট কর্ম ঘন্টা নাই। এখানে নিয়মনীতি না মেনে লবিং বিবেচনায় পদোন্নতি দেয়া হয়। এখানে স্বেচ্ছাচারিতা প্রকট। তারা বলেন, আমাদের ২ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবী আদায় না হলে প্রয়োজনে আরও কঠিন কর্মসূচী দেয়া হবে বলে হুঁশিয়ার করেন আন্দোলনকারীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা