
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর ইউনিয়ন ত্রিবেনী ছোটবাগ এলাকায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দূর্ভোগে দিনাতিপাত করছে। পয়নিস্কাশন ব্যবস্থা না থাকাসহ রাস্তার উপরে বালুদস্যুদের ড্রেজার পাইপ স্থাপনে জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। এরফলে হাটু পানি মাড়িয়ে চলাচল করছে সাধারন মানুষ ও যানবাহন। গতকাল শনিবার দুপুরে ওই এলাকায় গিয়ে এমন চিত্র পরিলক্ষিত হয়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশসহ স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি নিন্দা জানিয়েছেন ওই এলাকায় বসবাসরত ৫ শতাধিক পরিবার। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উত্তর কলাবাগ ত্রিবেনী ছোটবাগ এলাকার বাসিন্দা। মহাসড়ক থেকে সমরক্ষেত্র ও জাকির শাহ হুজুরের দরবারের উল্টোদিকে সরু পথ দিয়ে একটু এগুলেই আমাদের ত্রিবেনী ছোটবাগ এলাকাটি পড়ে। এখানে প্রায় ৫ শতাধিক পরিবার বসবাস করে। এখানে রাস্তাটি আরসিসি ঢালাই করলেও পয়নিস্কাশনের ব্যবস্থা না করায় পানিতে তলিয়ে যায় সড়কটি। এরমধ্যে বালুদস্যুরা সড়কের উপর দিয়ে ড্রেজারের মোটা পাইপ স্থাপন করে বালু ভরাট করার জন্য ড্রেজার ব্যবসা করছে। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে পারে না। সমস্যা হলে জনগনের হউক তাদের কি। এরফলে সামান্য বৃষ্টি হলে এলাকাটি পানিতে তলিয়ে ছোট ছোট বন্যা কবলিত এলাকা বললেও ভুল হবেনা। এই সড়ক দিয়েই জীবিকা নির্বাহ করতে শহরে যেতে এই এলাকার মানুষদের। এলাকার মাদরাসা ও স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা হাটু পানি মাড়িয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। এলাকাবাসী একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কোন লাভ হয়নি। যার কারনে দীর্ঘদিন ধরে হাটু পানির তলে রয়েছে ত্রিবেনী ছোটবাগ এলাকাটি। যার ফলে চরম দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। তাই তারা নারায়ণগঞ্জের-৫ আসনের এমপি সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন। তথ্যমতে, এসব ড্রেজারের পাইপ মহাসড়ক পার করতে উপজেলা কোষাগারে রাস্তার উন্নয়ন ফি জমা দিয়ে পাইপ বসানোর কথা ও প্রতি বছর তা রিনিউ করতে হয়। কিন্তু স্থানীয় প্রভাব খাটিয়ে একবার পাইপ বসিয়ে কোন ফি না দিয়েই চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ ব্যবসা। তাছাড়া একটির অনুমোদন নিয়ে পাইপ বসানো হচ্ছে তিন থেকে চারটি। এ ব্যাপারে ড্রেজার পাইপ মালিকদের সাথে কথা বললে তারা জানায়, তারা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমোতি নিয়ে এসব পাইপ বসিয়েছে। তবে পাইপের উপর মাটি দিয়ে পারাপারের ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেন। এ ব্যাপারে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ জানান, রাস্তাটি পানিবন্ধী হওয়ার কারন পয়নিস্কাশন ব্যবস্থা নেই। বালুদস্যুদের যত্রতত্র বালু ফেলা ও রাস্তা কেটে পাইপ নেয়াসহ নানা কারনও রয়েছে। এ বিষয়ে একটা প্ল্যানিং চলছে। দ্রæত একটা চিরস্থায়ী সমাধানের জন্য এমপি মহোদয়ের সাথে কথা বলব।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯