
ডান্ডবর্িাতা রপর্িোট
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এবং অংগ সংগঠন গুলি র্দীঘদনি যাবত র্পূণাঙ্গ কমটিি শূন্য অবস্থায় রয়ছে।ে র্পূণাঙ্গ কমটিি না থাকলওে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে নতোর অভাব নইে। টানা চর্তুথবাররে মতো ক্ষমতায় আসা আওয়ামী লীগরে নতেৃত্ব পাওয়ার জন্য আওয়ামী দরদী ব্যক্তরি ছড়াছড়।ি কমটিি শূন্য এবং কোন কোন ক্ষত্রেে অসর্ম্পূণ কমটিরি মূল সংগঠন এবং অঙ্গসংগঠনে পদ পাওয়ার জন্য অসংখ্য আওয়ামী ভক্তদরে মাঝে প্রতযিোগতিা শুরু হয়ছে।ে প্রতযিোগতিার একটি অংশে রয়ছেে র্দীঘদনি যাবত জগদ্দল পাথররে মত নতেৃত্বে বসে থাকা অর্থব কছিু নতো,পাশাপাশি নব্য আওয়ামী লীগার সাজা বশে কছিু পদলোভী ব্যক্ত।ি র্দীঘদনি ক্ষমতায় থাকা আওয়ামী লীগরে পদ পাওয়ার জন্য মুখয়িে থাকা এসব ব্যক্তি দলরে প্রতি কোন ভালোবাসা থকেে নয় বরং ক্ষমতার লোভইে এ প্রতযিোগতিায় নমেছে।ে যাদরে অনকেরে বরিুদ্ধইে রয়ছেে সন্ত্রাস,মাদক ব্যবসাসহ বভিন্নি অসামাজকি র্কাযকলাপে লপ্তি থাকার অভযিোগ। নারায়ণগঞ্জ আওয়ামী লীগরে র্শীষ নতেৃত্বরে অনকেরেই আর্শীবাদ রয়ছেে এসব পদলোভী অসামাজকি ব্যক্তদিরে প্রত।ি এদরে দাপটে আওয়ামী লীগরে অনকে পরীক্ষতি তাগী নতো র্কমী নীরবে নভিৃতে দল থকেে নজিদেরে গুটয়িে রখেছে।েনব্য আওয়ামী লীগার এসব ব্যক্তি দলরে নতেৃত্বে আসলে তা কোন অবস্থাতইে আওয়ামী লীগরে জন্য মঙ্গল বয়ে আনবে না। র্দীঘদনি যাবত মাঠরে রাজনীততিে অত্যন্ত দক্ষ আওয়ামী লীগকে মাঠরে পরীক্ষায় নামতে হয়ন।ি ভবষ্যিতে মাঠরে রাজনীতি নয়িন্ত্রণে রাখার জন্য আওয়ামী লীগকে পরীক্ষায় নামতে হবে না তাও নশ্চিতি করে বলা যায় না। তমেন পরীক্ষার সময় অর্কাযকর নতেৃত্ব এবং নব্য আওয়ামী লীগারদরে খুজওে পাওয়া যাবনো কারণ এরা শুধুমাত্র ক্ষমতার বলয়ে থাকতইে পছন্দ কর।ে র্বতমান অর্কাযকর নতেৃত্ব দয়িে দলরে সাংগঠনকি শক্তি বৃদ্ধি করা অসম্ভব। ক্ষমতার লোভে প্রতযিোগতিায় নামা নব্য আওয়ামী লীগরেদরে দয়িওে আওয়ামী লীগ লাভবান হবে না। আওয়ামী লীগরে আঁতুড়ঘর হসিবেে পরচিতি নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে ঢলেে সাজাতে হলে ত্যাগী, পরীক্ষতি,সৎ এবং জনগণরে আস্থা রয়ছেে এমন নতেৃবৃন্দকে সামনে নয়িে আসা অত্যন্ত প্রয়োজন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে আগাছা মুক্ত করে দক্ষ ত্যাগী নতোর্কমীদরে সসম্মানে যথাযথ স্থানে প্রতষ্ঠিতি করার এখনই সময়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯