আজ মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:১৫

ইরাককে হারিয়ে প্যারিস অলিম্পিক আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা

ডান্ডিবার্তা | ২৮ জুলাই, ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ

আগের ম্যাচে হারের পর কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে ইরাকের বিপক্ষে জিততেই হতো আর্জেন্টিনাকে। লিওঁ স্টেডিয়ামে সেই দরকারি কাজটিই করেছে হাভিয়ের মাচেরানোর দল। প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে গ্রুপ পর্বের খেলায় ইরাককে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।লাতিন আমেরিকান দলটির হয়ে গোল করেছেন থিয়াগো আলমাদা, লুসিয়ানো গুনদো ও ইগনাসিও ফার্নান্দেজ। আর্জেন্টিনার প্রথম গোলের পর ইরাকের হয়ে সমতা আনা গোলটি করেন আইমান হোসেন।

ম্যাচে আর্জেন্টিনা প্রথম এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেজের বাড়ানো বল থেকে গোল করেন আলমাদা। ম্যাচের ৩৯ মিনিটে আরেকটি গোলের সম্ভাবনা তৈরি করেন তিনি, তবে বল পোস্ট ঘেঁষে চলে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা নিয়ে আসে ইরাক। পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া হেডে বল জালে পাঠান আইমান। কাতারের লিগে খেলা এই স্ট্রাইকার আগের ম্যাচে ইউক্রেনের বিপক্ষেও গোল করেছিলেন। যে ম্যাচ ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টারের ফাইনালের সম্ভাবনাও তৈরি করেছে দলটি।

তবে ৩ পয়েন্টের জন্য মরিয়া আর্জেন্টিনা ম্যাচের ৬২ মিনিটেই দ্বিতীয় গোল আদায় করে নেয়। কেভিন জেননের ক্রস থেকে হেডে বল জালে জড়ান গুনদো। দুজনই গোলের মিনিট দেড়েক আগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। আর্জেন্টিনা অবশ্য এক গোলে এগিয়ে থেকেও পুরোপুরি স্বস্তিতে ছিল না। গুনদো, নিকোলাস ওতামেন্দি আর গিলিয়ানো সিমিওনেরা একের পর এক শট নিলেও ইরাকের রক্ষণ ভাঙতে পারেননি।

তবে একের পর এক আক্রমণের ধারায় ৮৫ মিনিটে চলে আসে তৃতীয় গোল। জেননের কাছ থেকে পাওয়া বক্সের বাইরে বল পেয়েছিলেন এজেকুয়েল ফার্নান্দেজ। বাঁ পায়ের জোরালো শটে পোস্টের বাঁ দিকের কোনা দিয়ে জালে পাঠান তিনি। ম্যাচের বাকি সময় নিজেদের জাল অক্ষত রেখে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ জয়ে সাময়িকভাবে হলেও গোল ব্যবধানে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে মাচেরানোর দল। দিনের অন্য ম্যাচে মরক্কো-ইউক্রেন ফলে নির্ভর করবে আর্জেন্টিনার শীর্ষস্থান টিকে থাকবে কি না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা