
ডান্ডিবার্তা রিপোর্ট
কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করে সরকার পতন ঘটানোর মহা পরিকল্পনা নিয়েছিল বিএনপি। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন দলটি নিজেই নানা রকম সংকটে পড়েছে। দলের ভেতর হতাশা এবং অস্বস্তি আরও বেড়েছে। দলের নেতাদের মধ্যে বিভক্তি, অবিশ্বাস প্রবল আকার ধারণ করেছে। সা¤প্রতিক সময় বিএনপির নেতাকর্মীদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। আর এই সমস্ত নিয়ে বিএনপির মধ্যে সৃষ্টি হচ্ছে নতুন সংকট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোটা আন্দোলনে নাক গলিয়ে বিএনপি এখন নিজেই সংকটে পড়েছে। বিএনপির মধ্যে এখন পাঁচটি সংকট দৃশ্যমান হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে; নেতাদের নতুন করে গ্রেপ্তার: ২৮ অক্টোবরের তাÐবের পর বিএনপির একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনের আওতায় আনা হয়েছিল। ৭ জানুয়ারি নির্বাচনের পর আস্তে আস্তে এই সব নেতাদেরকে ছেড়ে দেওয়া শুরু হয়। আবার বিএনপি নতুন করে প্রকাশ্য রাজনীতি শুরু করার চেষ্টা করে দল গোছানো শুরু করে। কিন্তু এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের পর আবার বিএনপিতে ধরপাকড় শুরু হয়েছে। এর ফলে আবারও দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হচ্ছেন। অনেকে পালিয়ে যাচ্ছেন। এর ফলে বিএনপি সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের ভেতর সন্দেহ অবিশ্বাস: কোটা সংস্কার আন্দোলনের ব্যর্থতার পর বিএনপির মধ্যে পরস্পরকে সন্দেহ, অবিশ্বাস ক্রমশ দানা বেঁধে উঠেছে। দলের নেতারা একে অন্যকে বিশ্বাস করতে পারছেন না। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এখনও গ্রেপ্তার হলেন না, রিজভীকে কেন গ্রেপ্তার করা হল ইত্যাদি নানা প্রশ্ন এখন বিএনপিতে পল্লবিত হচ্ছে। বিএনপিতে যখন সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন বিএনপির ভেতরে ধরপাকড় দলটিকে আবার বিভক্তির মুখে নিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামাতের সঙ্গে সম্পর্ক: বিএনপিতে এখন আবার জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামে দেওয়া বিবৃতিতে জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে এক দফার ভিত্তিতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহŸান জানানো হয়েছে। তা নিয়ে বিএনপিতে সুস্পষ্টভাবে বিভক্তি দেখা দিয়েছে। ঐকমত্য প্রক্রিয়ায় জামায়াত কেন-এই প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরেই জামায়াতের সঙ্গে বিএনপি দূরত্ব বজায় রেখে চলছে। কিন্তু এখন আবার জামায়াতকে নিয়ে আন্দোলনের বিষয়টি দলের অনেক শীর্ষ নেতাই স্বাভাবিক ভাবে নিতে পারেনি। তারা এর ফলে আন্তর্জাতিক পরিমÐলে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছে। তারেককে নিয়ে অস্বস্তি: বিএনপিতে এখন সবচেয়ে বেশি তোলপাড় চলছে তারেক জিয়াকে নিয়ে। তারেক জিয়া দলের সিনিয়র নেতাদের সাথে পরামর্শ না করে, তাদের মতামতকে উপেক্ষা করে একতরফা ভাবে বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করে যাচ্ছেন।এই সমস্ত সিদ্ধান্ত ঘোষণার পরিণাম ভোগ করতে হচ্ছে যারা বাংলাদেশে অবস্থান করেন সেই সমস্ত নেতাদেরকে। তারেক জিয়ার হঠকারী রাজনীতির কারণে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, অনেকে আটক হচ্ছেন। এ কারণে বিএনপির মধ্যে এখন একটা তারেক বিরোধী মনোভাব প্রবল আকারে দেখা দিয়েছে। বিএনপির অনেক নেতা বলছেন, তারেক জিয়া নিজে নিরাপদ অবস্থানে থেকে দলকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন। এটি কখনোই কাম্য হতে পারে না। এধরনের হঠকারী রাজনীতির কারণে বিএনপিকে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রাজনীতিতে দিক নির্দেশনাহীন: কোটা সংস্কার আন্দোলনে ঝুলে পড়া বিএনপিকে নিয়ে এখন নতুন প্রশ্ন উঠেছে। বিএনপি আসলে কি চায়। তাদেরকে রাজনীতিতে এখন পরগাছা হিসেবে বিবেচনা করা হচ্ছে। একেক সময় একেক আন্দোলনের ওপর ভর করে তারা সরকার হটাতে চায় এবং নিজেদের সর্বনাশ ডেকে আনে। বিএনপির সুনির্দিষ্ট লক্ষ্য কি, তাদের রাজনৈতিক কর্মসূচি কি ইত্যাদি এখনও অস্পষ্ট। ফলে ক্রমশ বিএনপি একটি পরগাছা রাজনৈতিক দল হিসেবে জনগণকে প্রতিষ্ঠিক হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯