
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপি এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে রয়েছে। একেতো দল ক্ষমতায় নেই অন্যদিকে দীর্ঘদিন ধরে চলে আসা অতীতে সরকার বিরোধী আন্দোলনের কারনে একাধিক মামলার আসামি হয়ে অনেকটাই ছন্নছাড়া হয়ে জীবন পার করছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। এবার কোটা সংষ্কারকে সমর্থন দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবারো নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের বিপাকের মধ্যে ফেলে দিয়েছন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই দাবি করেন বিএনপির সাধারন নেতাকর্মীরা। সাধারন ছাত্রদের আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে যে তান্ডব চালানো হয়েছে তা পৈশাচিক নির্যাতনকেও হার মানায়। আজকে কোটা আন্দোলনকারীদের অন্তরালে একদল দুবৃত্ত যেভাবে হামলা চালিয়ে স্বপ্মের নারায়ণগঞ্জকে ধ্বংস করেছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না বলেও দাবি করেছেন একাধিক নেতৃবৃম্দ। কিন্তু ঘটনার সাথে জড়িত না থেকেও তান্ডবের ঘটনায় দায়ের করা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে দলের নেতাকর্মীদের। মূলত কেন্দ্রের ভূল সিদ্ধান্তের কারনেই আজকে নারায়ণগঞ্জ বিএনপির এমন করুন দশা বলেও মন্তব্য করেন বিএনপির অনেক নেতাকর্মী। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়ে বেশ বিপাকে পড়েছে বিএনপি। কেন্দ্রের নির্দেশনায় সাধারন ছাত্রদের সমর্থন দিয়ে আন্দোলনে অংশগ্রহন করেন নারায়নগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। এ ইস্যুতে নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটে। এর জেরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এ আন্দোলনে নিজেদের সমর্থনের কথা বললেও মাঠের সহিংসতার জন্য দায়ী করা হচ্ছে বিএনপিকে। আওয়ামীলীগে নারায়নগঞ্জে তান্ডবের জব্য বিএনপি-জামায়াতকে দোষারোপ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও দাবি করা হচ্ছে নাশকতায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ অবস্থায় বিএনপি ফের বেকায়দায় পড়েছে। এ পরিস্থিতিতে কোনো কর্মসূচিই দিতে পারছে না দলটি। চেয়ারপারসনের মুক্তির দাবিতে এক গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছিল বিএনপি। এখন উল্টো গ্রেফতার আতঙ্ক তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। গা ঢাকা দিয়েছেন নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিনে সারা দেশে একের পর এক মামলা হতে থাকে। এসব মামলায় বিএনপি ও জামায়াতের নেতাদের আটক করা হচ্ছে। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কয়েকশ নেতাকর্মী আটকের খবর দিচ্ছে বিএনপির দফতর সেল। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন জানান, তাদের জেলায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে একাধিক মামলা হয়েছে। মামলায় শত শত বিএনপি নেতাকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি অনেক। এ পর্যন্ত আটক করা হয়েছে ৭০-৮০ জনকে। ছাত্রদলের নেতাকর্মীদের নামে আলাদা মামলা হয়েছে। নেতাকর্মীরা আতঙ্কে আছে। আইনশৃঙ্খলা বাহিনী বাসাবাড়িতে গিয়ে তল্লাশি করে ভাঙচুর করছে। নেতাদের শারীরিকভাবে নির্যাতন করছে। আন্দোলন কর্মসূচি নিয়ে কোনো নির্দেশনা নেই। তৃণমূল নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। হয়তো আগামী সপ্তাহে কিছু কর্মসূচি আসতে পারে। তবে কেন্দ্র দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সাধারণ ছাত্রদের সমর্থন দিয়েছিলেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোঁকন বলেন, দল থেকে আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আমাদের শত শত নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন। তিনি বলেন, সরকার যে বিএনপিকে দোষারোপ করছে তার কোনো প্রমাণ তাদের কাছে নেই। সরকার শুধু ভাঙচুরের ঘটনার ভিডিও ক‚টনীতিকদের দেখিয়েছে। কিন্তু হত্যার চিত্র দেখায়নি। সরকারের দায়িত্ব নাশকতাকারীকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯