আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩৫

বন্দরে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডান্ডিবার্তা | ১০ আগস্ট, ২০২৪ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেছেন তারা। সংগঠনটির বন্দর শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বন্দর সমরক্ষেত্র মাঠে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক সালমান রহমান এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন। সমাবেশে দেয়া বক্তব্যে সালমান রহমান শীতলক্ষ্যা নদীর পাড়ে বন্দর ১ নম্বর খেয়া ঘাটে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক এবং নৌকার মাঝিসহ সকল যানবাহনের চালককে আজকের পর থেকে কাউকে চাঁদা না দেয়ার আহŸান জানান। কেউ চাঁদাবাজি করতে এলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর স্থানীয় শিক্ষার্থীদের জানানোর অনুরোধও করেন তিনি। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে ন্যায্য ভাড়া নেয়ার জন্য সকল যানবাহনের চালক ও নৌকার মাঝিদের প্রতি আহŸান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক সালমান রহমান। একই সঙ্গে বন্দর উপজেলার যে সব এলাকায় মাদক বেচাকেনা হয় তা বন্ধে ও মাদক বিক্রেতাদের উচ্ছেদে আজ থেকেই অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে ছাত্র সমাজের এই সামাজিক সেবামূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি আহŸান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক সালমান রহমান। শিক্ষার্থীদের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় বাসিন্দারাও। সমাবেশে সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও বক্তব্য দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা