আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ৮:২০

আগুনে পোড়ানোর হুমকি দিয়ে বন্দরে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে জাপা নেতার চাঁদা আদায়

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৪ | ১০:০৯ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
শেখ হাসিনা দেশ ত্যাগের পর টানা কয়েকদিনে বন্দরে শিল্প প্রতিষ্ঠান আগুনে পোড়ানোর হুমকি দমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির এক নেতার বিরুদ্ধে। এছাড়াও আওয়ামীগ সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ শতাধিক স্থানে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় শত কোটি টাকা হবে বলে ভুক্তভোগীদের দাবি। জানাগেছে, গত ৬ আগষ্ট কুমিল্লার সংসদ সদস্য শামীম আহম্মেদের মালিকাধিন উপজেলা মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত এসকিউ ক্যাবল তৈরির ফ্যাক্টরীতে জেলা জাতীয় পার্টির সদস্য জাকির হোসেন জাক্কার মোল্লা ও তার ভাই শাহজাহান মোল্লা সাজার নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে নগদ ৫ লাখ টাকা চাঁদা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন কর্তৃপক্ষ। একই কায়দায় একই এলাকায় অবস্থিত পোলার গ্লোব ফ্যাক্টরী থেকে ২ লাখ টাকা ও বেঙ্গল গেরেট ওয়েল টাইলসের গোডাউন থেকে ৬৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাকসুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, শিল্পপ্রতিষ্ঠান থেকে আদায়কৃত অর্থ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ হোসেন বলেন, শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমানে আওয়ামীলীগ লুটপাট করে বিএনপি নামে প্রভাকান্ডা ছড়াচ্ছে। বিএনপি কোনো নেতা কর্মীরা এ লুটপাটে নাই এবং থাকবেও না। আর যদি থাকে আমাকে জানাবেন। আমি প্রশাসিনক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব। আইন কেউ নিজের হাতে তোলে নিবেন না। গ্রামবাসীর কাছে আমার অনুরোধ আপনাদের গ্রাম আপনারা রক্ষা করবেন। এখানে কেউ যাতে উশৃঙ্খলতা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলে সজাগ থাকার আহবান জানাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা