আজ রবিবার | ১০ আগস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ১৫ সফর ১৪৪৭ | সকাল ৮:১৮

নতুন আঙ্গিকে ঘুরে দাঁড়াবে বিএনপি!

ডান্ডিবার্তা | ১৩ আগস্ট, ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিএনপি নেতা কর্মীরা ফিরতে শুরু করেছে। অনেকে দেশের বাইরে। অনেকে দেশেই দুর কোন জেলায় দিন মজুর বা আত্বিয়ের বাড়িতে অবস্থান করে ছিলেন। আওয়ামী সরকার পতনের পর তারা ফিরতে শুরু করেছে। কারণ তাদের বেশীরভাগ নেতাকর্মীর উপর একাধিক গায়েবী মামলা ছিল। যার কারনে গ্রেফতার এরাতে অপরদিকে আওয়ামীলীগ নেতাদের হামলার ভয়ে তারা আত্মগোপনে ছিল। দীর্ঘ দেড় দশক তারা ঠিকমত পরিবার পরিজন নিয়ে শান্তি বসবাস করতে পারেনি বলে একাধিক বিএনপির নেতাকর্মীর অভিযোগ। দীর্ঘ দেড় দশকে অনেক বিএনপি নেতাকর্মী শুম হয়েছে। অনেকে খুন হয়েছে আবার অনেকে কারবন্ধি অবস্থায় ছিলেন। এদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশে অনেক তান্ডব চলেছে। সেই দিনই অনেক বিএনপি নেতা মনে করেছিলেন তারা ক্ষমতায় এসে গেছেন। শুরু করেদেন বিভিন্ন সেক্টর দখলের চেষ্টা। পরে কেন্দ্রের নির্দেশে পরে তারা পিছপা হন। এই দেড় দশকে বিএনপির যাদের এলাকায় দেখা যায়নি তাদের এখর দেখা যাচ্ছে। আর তারা বলছে আমরা নির্যাতিত। আমাদের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে এজন্য আমাদের আগে মূল্যায়ন করতে হবে। সরকার পতনের পর থেকে বিএনপি যেন গর্জে উঠেছে। ফিরে এসেছে তাদের মধ্যে চাঙ্গা ভাব। কিন্তু তারা দীর্ঘ দেড় যুগ রাজপথে দাঁড়াতেই পারেনি। রাস্তায় নামলেই শিকার হতে হয়েছে হামলা-মামলার। বিএনপি নেতাদের দাবি আওয়ামীলীগ চেয়েছিল বিএনপিকে নিশ্চিহৃ করে দিতে। এ জন্য আওয়ামীলীগ সরকার সবচেয়ে বেশী বিএনপির উপর নির্যাতন চালিয়েছে। অনেকে ঘুম হয়েছে। যাদের আজো কোন সন্ধান মিলেনি। গুম হওয়া সেই সকল ব্যক্তিদের পরিবার আজো পথ চেয়ে আছেন। কিন্তু আজো তারা ফিরে আসেনি। অনেকে মনে করেছিলেন আওয়ামী সরকারের কথিত আয়না ঘরে হয়তো তারা বন্ধি। কিন্তু সেই আয়না ঘর থেকেও তারা ফিরে আসেনি। তারা বলেন, আওয়ামীলীগ দীর্ঘ দেড় দশকে নিষ্ঠুর ভাবে বর্বরতা চালিয়েছে তা নমরুদ ও ফেরাউনকেও হার মানিয়েছে। আমরা এ জালিম সরকারের কবল থেকে মুক্তি পেয়েছি। আমরা আর এ ধরনের জালিম সরকারের পুনরাবিত্তি দেখতে চাই না। মানুষ স্বাধীন ভাবে তার মত প্রকাশ করবে এটাই যেন হয় আগামী দলীয় সরকারের কার্যক্রম। তা না হলে আজ দেশের মানুষ জেগে উঠেছে আগামীতেও জেগে উঠবে। আমা করি এখন থেকে দেশ সঠিক দিকে পরিচালিত হবে। আর বিএনপি নেতাকর্মীরা এভার নতুন আঙ্গিকে ঘুরে দাঁড়াবে বলে মনে করি।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা