
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিজও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় যানজট, জলাবদ্ধতাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিক নেতৃবৃন্দ। ৫ আগস্ট পরবর্তী যেসব মামলায় সাংবাদিকদের জড়ানো হয়েছে, সেই সকল মামলার চার্জশীট থেকে সাংবাদিক ও নিরপরাধী ব্যক্তিদের নাম বাদ দেয়ার দাবি জানান তারা। একইসাথে নারায়ণগঞ্জের উন্নয়নে গিয়াস উদ্দিন ও বিএনপির সকল ভালো কাজে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ পাশে থাকবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এই মুহুর্তে যানজটের চেয়ে বড় কোনো সমস্যা নারায়ণগঞ্জে নেই। তাই যানজটসহ নারায়ণগঞ্জের সকল সমস্যা সমাধানে এবং উন্নয়নের যে দাবি বলেন, তাতে আপনারা (সাংবাদিকবৃন্দ) এবং আমরা (রাজনীতিবীদরা) এক ও অভিন্ন। সুন্দর ও নিরাপদ একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকল ভালো মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। মামলায় সাংবাদিকদের জড়ানোর বিষয়ে তিনি বলেন, মামলাগুলো করেছে আন্দোলনে নিহত ও আহতদের স্বজনরা। এখানে আমাদের বিএনপি নেতাকর্মীদের কোনো হাত নেই। তারপরও আমরা প্রশাসনের কাছে আহবান জানাবো, শুধু সাংবাদিকই নয়, নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানীর শিকার না হয়। তবে, সাংবাদিকতাসহ অন্যান্য পেশার আড়ালে যারা স্বৈরাচারের দোসর ছিলো, সুবিধাভোগী ছিলো তারা যেন পার না পায় সেদিকেও আমাদের লক্ষ রাখতে হবে। প্রেসক্লাবের বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে সম্মানজনক প্রতিষ্ঠান হচ্ছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। সাংবাদিকতা করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে আপনাদের (সাংবাদিক) এবং আমাদের (রাজনীতিবীদ) ভালো কাজের মাধ্যমে, ভালো কাজ করলে মানুষ আমাদের পক্ষে থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমাদের সকলকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আজ আমি সভাপতির চেয়ারে আছি কাল নাও থাকতে পারি, কিন্তু সর্বদা আপনাদের পাশে থাকবো। কেননা, আপনারা নারায়ণগঞ্জের উন্নয়নে, নারায়ণগঞ্জবাসীর কল্যাণে কাজ করেন। আমি বিশ্বাস করি, ক্ষমতায় না থাকলেও মানুষের সেবায় কাজ করা যায়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুইয়া, সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ কায়সার রিফাত। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯