আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:০১

বন্দরের মদনগঞ্জের নমুনা বাজারে সন্ধ্যা হলেই আতঙ্ক বাড়ে

ডান্ডিবার্তা | ০২ অক্টোবর, ২০২৪ | ৯:৩০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ বন্দরে নাসিক ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ নমুনা বাজার, খালপার এলাকায় মাটির নিচের বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নেয়ার ফলে বৈদ্যুতিক বাতি বন্ধ হয়ে গেছে। সন্ধ্যা হলেই চলার পথ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। ফলে চলাচলে ভোগান্তি হচ্ছে বাসিন্দাদের। সেই সাথে ঘটছে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ মূলক কর্মকান্ড। জানা গেছে, তার চুরি হবার পর থেকে নমুনা বাজার থেকে সৈয়ালবাড়ি ঘাট এলাকা পর্যন্ত বৈদ্যুতিক বাতিগুলো জ্বলছে না। প্রায় ২ মাস পেরিয়ে গেলেও এর মেরামতে কোন পদক্ষেপ নেয়া হয়নি সিটি করপোরেশন। স্থানীয়রা জানান, সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে এখন কোন কাউন্সিলর নেই, যাকে এ সমস্যা সর্ম্পকে জানানো যাবে। নমুনা বাজার আর খালপার এলাকায় সন্ধ্যার পর থেকে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। একে তো পথে কোন বৈদ্যুতিক বাতি নাই, এর উপর অন্ধাকের ছিনতাই-চুরি সহ নানা অপরাধের আশঙ্কায় দিন কাটে স্থানীয় বাসিন্দাদের। এতে করে সকলে আতঙ্কিত। এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, ১৯ নং ওয়ার্ডের নমুনা বাজার, খালপার এলাকায় বৈদ্যুতিক বাতির ব্যবস্থা দ্রুত কার্যকর করা হবে। জনসেবা নিশ্চিতে একটি নতুন ধাচে আমরা কাজ করতে যাচ্ছি। আশা করি, সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকায় জনগণের সেবা দিতে সক্ষম হবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা