
ডান্ডিবার্তা রিপোর্ট: টি-টোয়েন্টির তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ রোববার (৬ অক্টোবর) মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের মেলে ধরতে ব্যর্থ বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।টানা ১৫টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত গৌতম গম্ভীরের শিষ্যরা। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বর্তমান চ্যাম্পিয়নও ভারত। তাদের হারাতে হলে সেরাটা দেওয়ার বিকল্প নেই। জিততে হলে পারফর্ম করতে হবে। বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়ও মনে করেন এমনটিই।হৃদয় বলেন, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। এই গরমে খেলে আমরা অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া। এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এর বাইরে আর কিছু নেই।’
২০১৯ সালে ভারত সফরে প্রথম টি–টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। যেটি শান্তদের জন্য বড় অনুপ্রেরণার। তবে, সেসময় দলে মুশফিক-সাকিবদের মতো তারকারা থাকলেও এখন মাহমুদউল্লাহ ছাড়া নেই পঞ্চপাণ্ডবের আর কেউ। তাই চ্যালেঞ্জটা নিতে হবে তরুণদের।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দলে কোহলি-রোহিত ছাড়া আছেন বিশ্বকাপ স্কোয়াডের প্রায় সব ক্রিকেটারই। আইপিএল মাতানো এসব ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজে সেরাটা দিতে মুখিয়ে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটিতে আছেন অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো হার্ড হিটার ব্যাটাররা। তাদের থামাতে বাড়তি পরিকল্পনা করতে হবে তাসকিন-মিরাজদের।
এছাড়া বোলিং ইউনিটে রবি বিষ্ণুই-ওয়াশিংটন সুন্দররা বাংলাদেশি ব্যাটারদের জন্য ভয়ের কারণ হতে পারে। পাশাপাশি, প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া পেসার মায়াঙ্ক যাদব বাংলাদেশের জন্য বেশ দুশ্চিন্তার কারণ হতে পারেন। আইপিএলে লখনৌর জার্সিতে গতির ঝড় তোলা এই পেসারকে সামলাতে সতর্ক থাকতে হবে লিটন-শান্তদের।
বাংলাদেশের জন্য ইতিবাচক খবর, চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। দলে আছেন রিশাদ হোসেনের মতো পরীক্ষিত লেগ স্পিনার। যিনি ভারতীয় ব্যাটারদের বিপাকে ফেলতে পারেন। টপ অর্ডরে হৃদয়-তামিমরা যদি ছন্দে থাকেন, তাহলে ভালো কিছুর আশা করতেই পারে বাংলাদেশ।
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে মধ্যপ্রদেশের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম যাত্রা শুরুর অপেক্ষায়। বাংলাদেশ-ভারত ম্যাচ হবে পাঁচ নম্বর উইকেটে। এই মাঠে ঘরোয়া লিগে এখন পর্যন্ত হওয়া ১২টি ম্যাচে গড় রান ১৬১। ম্যাচের আগে থাকবে জমকালো উদ্বোধনী।
সাকিব আল হাসান না খেললে একজন বাড়তি ব্যাটার কিংবা বাড়তি বোলার নিয়ে খেলতে হয়। অনেক বছর থেকেই এই চর্চা বাংলাদেশের ক্রিকেটে। আগে তা মাঝেমধ্যে হলেও এখন এটা হবে নিয়মিত। এরমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই অলরাউন্ডার। ভারত সিরিজে সাকিবের শূন্যতা পূরণও বড় চ্যালেঞ্জ সফরকারীদের জন্য।ফর্মের পাশাপাশি পরিসংখ্যানেও বেশ এগিয়ে ভারত। দুই দলের ১৪ বারের দেখায় ১৩ বারই শেষ হাসি ভারতের। বাংলাদেশের একমাত্র জয়টি ২০১৯ সালের সফরে। এরপর নানা সময়ে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় বাংলাদেশকে। তাই এবার পরিসংখ্যান পাল্টে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারই থাকার পূর্বাভাস রয়েছে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২৪ থেকে ৩৪ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা এবং বাতাসে ৮০ শতাংশ আদ্রর্তা থাকারও পূর্বাভাস রয়েছে।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯