
ডান্ডিবার্তা রিপোর্ট :
সাব্বির হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে দুজন সাক্ষ্য দিয়েছেন। তবে এই ঘটনার সময়ে তারা কেউ জাকির খানকে দেখেনি বলে জানিয়েছেন। ফলে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়েছে বলে দাবি করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির। সাক্ষীদের কাছ থেকে সাদা কাগজে সই রেখে মামলার সাক্ষী করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন সাক্ষীরা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষী জেরার সময় আদালতে জাকির খান অনুপস্থিত ছিলেন। অসুস্থ্যতার কারণে তাকে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাক্ষীরা হলেন- ঠিকাদার গোলাম সারোয়ার বাদল ও চেম্বার অব কমার্সের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী আামিনুল ইসলাম উল্লাস। আসামি পক্ষের আইনজীবী মো. রবিউল হোসেন বলেন, আজকে দুজন সাক্ষী সহ মোট ১৬ জন সাক্ষী দিয়েছেন। আজকে আদালতে জব্দ করার বিষয় উত্থাপন করা হয়েছে। এদের মধ্যে একজন বলেছেন, আমি কিছুই জানিনা আমার সামনে কিছু জব্দ করা হয়নি। তিনি সাদা কাগজে স্বাক্ষর করেছেন।সাব্বির আলম খন্দকারের ভাই কমিশনার ছিলেন, তার কার্যালয়ে নিয়ে সাক্ষী বাদলের কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছেন। আরেকজন সাক্ষী চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সেক্রেটারী আামিনুল ইসলাম উল্লাস বলেছেন, তার সামনে সভাপতি স্বাক্ষর করলে তিনি সেখানে অনুলিপি স্বাক্ষর করেন। সে হিসেবে তিনি স্বাক্ষর দিয়েছেন। এমনকি তার কাজ থেকে নেওয়া কাগজগুলো ফটোকপি আদালতে দাখিল করেছেন। সেসব কাগজের মূল কপি না দেখে তিনি কিছুই বলতে পারবে না বলে জানিয়েছেন। এছাড়া তার অফিস থেকে কিছুই উদ্ধার হয়নি বলে তিনি আরও জানিয়েছেন। আমি যে পর্যন্ত মামলার জেরা করিছি তাতে কিছু প্রমাণ করতে পারেনি তারা। আসামি পক্ষের আরেক আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির বলেন, এই মামলার ১৬ জন সাক্ষী কেউ বলেনি জাকির খান এই ঘটনার সাথে জড়িত রয়েছে। সাক্ষীরা কিছু জানেনা, তারা কিছু দেখেনি বলে আদালতে জানিয়েছেন। অথচ তাদেরকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। এতে প্রমাণিত হয় জাকির খান এই ঘটনার সাথে জড়িত নয়। এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। আশা করছি, তিনি অচিরেই মামলা থেকে খালাস পাবেন। এবং অল্প সময়ের মধ্যে তিনি জাকির খান জামিন পাবেন, ইনশাআল্লাহ। আসামি পক্ষের আরেক আইনজীবী রাজীব মণ্ডল বলেন, সাক্ষীর কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছেন সাব্বির আলম খন্দকারের ছোট ভাই খোরশেদ।এমনকি অনেক সাক্ষী নিজে জানেনা তাকে সাক্ষী করা হয়েছে। এদিকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে সকাল থেকে আদালত পাড়ায় দলে দলে বিক্ষোভ মিছিল করেছে তার শত শত নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তারা স্লোগানে স্লোগানে আদালতপাড়া প্রকম্পিত করে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মুন্সি মো. শাহজালাল, জেলা গার্মেন্ট শ্রমিক দলের সভাপতি কাউসার আহমেদ, কাশিপুর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ মানিক, মাসুম, শেখ সালেহ আহাম্মদ রনি সহ প্রমুখ। প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকান্ডের পর তার বড় ভাই তৈমূর আলম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে ফতল্লা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মোট ৯ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়। পরবর্তিতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়।সিআইডির এএসপি মসিহউদ্দিন দশম তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ প্রায় ৩৪ মাস তদন্ত শেষে তিনি ২০০৬ সালের ৮ জানুয়ারী আদালতে ৮ জনকে আসামী করে চার্জশীট দাখিল করেন। এতে মামলা থেকে গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল, শাহীনকে অব্যাহতি দিয়ে সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান, তার দুই ভাই জিকু খান, মামুন খানসহ মোট ৮ জনকে আসামী উল্লেখ করা হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯