আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:১১

সিরিজে প্রথম টি-টোয়েন্টিতেও ৭ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৪ | ৯:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট: টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে একশো পেরোয় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ২৫ বলে ২৭ রান করেন শান্ত ও ৩২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মিরাজ। ভারতের পক্ষে বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিং নেন ৩টি উইকেট।

১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২৫ রানে ওপেনার অভিষেক শর্মার উইকেট হারায় স্বাগতিকরা। ৭ বলে ১৬ রান করে আউট হন অভিষেক।

এরপর ক্রিজে আসা অধিনায়ক সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন স্যাঞ্জু স্যামসন। ৪০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ৬৫ ও ৮০ রানে জোড়া উইকেট হারায় ভারত।

সূর্যকুমার ১৪ বলে ১৯ ও স্যামসন ১৯ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর নিতিশ কুমার ও হার্দিক পান্ডিয়া মিলে রানের চাকা সচল রাখেন। তাদের ব্যাটে ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় ভারত।

নিতিশ ১৫ বলে ১৬ ও হার্দিক ১৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ও মোস্তাফিজ নেন ১টি করে উইকেট




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা