আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ১০:৫৭

জনস্রোতের মহাপ্লাবন

ডান্ডিবার্তা | ১৫ অক্টোবর, ২০২৪ | ১১:৪৭ পূর্বাহ্ণ

গাজী খায়রুজ্জামান:

পানির জোয়ারকে বাধা দিলে; প্লাবিত হয় সমতল…
আর অত্যাচারীর অবিচার বেড়ে গেলে;
ভেঙে যায় ধৈর্যের বাঁধ, ফুসে উঠে জনগন;
গড়ে তুলে জনস্রোতের মহাপ্লাবন
ভেসে যায় অত্যাচারীর গদি আর শাসন -শোষণ।

জনগন পানির মতন; জোয়ারে ভাসায়, ভাটায় নামায় রাজার সিংহাসন।

জনগণের একতা- ঐক্য-
সৃষ্টি করে মহাপ্রলয়কারী জলোচ্ছ্বাস প্লাবন;
ধুঁয়ে-মুছে নিঃশেষ করে দেয় অবিচার-অত্যাচার,
শূন্য করে দেয় স্বৈরাচারী রাজার সিংহাসন।

ইতিহাস সাক্ষী- এমন ঘটনা ঘটেছে বহু
তবুও কেন হয় এসব ঘটনার পুনরাবৃত্তি?
কারণ একটাই-
মানুষ পড়ে, জানে-শুনে কিন্তু করে না ধারণ জ্ঞানে।

মানুষ যখন হয়ে ওঠে অহংকারী, অত্যাচারী, স্বৈরাচারী,
যখন শুরু করে অবিচার-অত্যাচার, জেল-জুলুম, হত্যা আর গুমের মহা উৎসব;
তখন তাদের জ্ঞান শূন্য হয়ে পড়ে, ভুলে যায় ইতিহাসের শিক্ষা।
জেনে রাখুন, মানুষ ইতিহাস ভুলে গেলও , ইতিহাস মানুষকে মনে রাখে;
স্মরণ করিয়ে দেয় বার বার মহাপ্লাবণের কথা ; জনস্রোতের মহাপ্লাবন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা