
জাহাঙ্গীর ডালিম
নজরুল গান, কবিতা আমাদের সাহিত্য-সংস্কৃতি অমূল্য সম্পদ। তিনি বিভিন্ন ভাবে বাঙালি জাতীকে সমৃদ্ধ করেছেন, নজরুল যে সাম্যের কথা বলেছেন, তা কি বাংলাদেশে আছে? নজরুল ধর্ম – বর্ণ ও জাতীয়তাবাদের বিভাজন থেকে মানুষের মুক্তির কথা বললেও তাঁর জীবদ্দশায় এবং তার পরে নজরুলকেই এই ধর্মের শিকলে আবদ্ধ রাখার জন্য শাসকগোষ্ঠীর এবং ধর্মাবন্ধয়া বারবার চেষ্টা চালিয়েছে। সে ধারা এখনো অব্যাহত রয়েছে। নজরুল জাতীয় জীবনে, আচার-আয়োজনে এখনো সমানভাবে প্রাসঙ্গিক এবং অপরিহার্য। নারায়ণগঞ্জের সঙ্গে নজরুলের নিবিড় সর্ম্পক রয়েছে। এখানে বসে তিনি কবিতা লিখেছেন, গান রচনা করেছেন, সারা রাত জেগে গান করেছেন। ১৯২৬ সালে এই নারায়ণগঞ্জ থেকে তিনি নির্বাচন করেছেন। পূর্ববঙ্গ থেকে কেন্দ্রীয় আইন সভায় উচ্চ পরিষদের সদস্যপদের নির্বাচন করেছেন। তাঁর নির্বাচনী এলাকা ছিলো ঢাকা, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, জেলা। ১৯৪০ সালে বিদ্রহী কবি কাজী নজরুল ইসলাম কলকাতা থেকে স্টিমার যোগে এবং ট্রেনযোগে ঢাকা হয়ে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ ক্লাবের তৎকালীন এইচ এমভীর স্টুডিওর ভবনে বসে গান রচনা করে রেকর্ডিং আব্বাস উদদীনের কন্ঠে। ১৯১৪ সালে কবি কাজী নজরুল ইসলাম প্রথম নারায়ণগঞ্জে আসেন। তার বয়স তখন পনের ছিল। সে বার মূলত তাঁর যাত্রার গন্তব্যটি ছিল ময়মনসিংহ। তিনি নারায়ণগঞ্জ হয়ে ময়মনসিংহ যান। তখন যাতায়াত হতো লঞ্চঘাট দিয়ে। এখনকার মতো রাস্তাঘাট উন্নত ছিল না। নজরুল ইসলাম ১৯২৬ সালে ২ জুলাই নারায়ণগঞ্জে বসে অভিযান কবিতাটি লিখেন। কবিতাটি মোহাম্মদ কাসেম (১৯০৫ — ১৯৭০) সম্পাদিত মাসিক অভিযান পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। মাসিক অভিযান নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত হতো। তার প্রথম দু’টি সংখ্যা নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত হয়। প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল বাংলা–ভাদ্র ১৩৩৩ সালে। পরে কলকাতা থেকে নতুন রুপে অভিযান এর প্রকাশিত হয়েছিল। নজরুল তার পান্ডুলিপিতে অভিযান কবিতার শেষে স্বাক্ষর করে লিখেছিলেন–নারায়ণগঞ্জ– ২-৭-২৬। অভিযান নতুন পথের যাএা পথিক- চালাও অভিযান উচ্চ কন্ঠ উচ্চারণ আজ — মানুষ মহীয়ান চারিদিকে আজ ভীষণ মেলা, খেলবি কে আয় নতুন খেলা জোয়ার, জলে ভাসিয়ে ভেলা বাইবি আজ ভীষণ উজান, ফেড়ে চলি মাতাল। নারায়ণগঞ্জে ২–৭–২৬। আমি পূরব দেশের পুরনারী গানটি নজরুল ইসলাম শীতলক্ষ্যা ঘাটে বসে রচনা করেন। ১৯৭৪ সালে নজরুল শেষ বারের মতো নারায়ণগঞ্জে আসেন। সাংস্কৃতিক সংগঠন শাপলার পক্ষে থেকে নজরুল জয়ন্তীতে কবিকে সংবধর্না জানানো হয়। নজরুলের সাথে এসেছিল– রমেশ দাশগুপ্ত, উমা, কাজী খিলখিল, কাজী মিষ্টি ও রেণু ভৌমিক। নারায়ণগঞ্জ ক্লাবে সেই অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম হয়ে ছিল। রাস্তা বন্ধ হয়েছিল। জনগণের চাপে নারাযণগঞ্জ ক্লাবের পূর্ব দিকের দেয়াল ভেঙে পড়েছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের আকাশে নবধুমকেতু। জন্মে ছিলেন ১৮৯৯খ্রিস্টাব্দে ২৪ মে বাংলা ১৩০৬ সালের ১১ জৈষ্ঠ্য বধমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসালসোলা মহকুমার চুরুলিয়া গ্রামে পিতা ফকির আহম্মদ। মাতা জাহিদা খাতুন। মাত্র নয় বছর বয়সে পিতা হারিয়ে সীমাহীন অর্থ কষ্টে দিন কাটে। দু:খ দারিদ্র্যের মধ্যে কাজ নেয় রুটির দোকানে, কখনো অন্যের দায় দাক্ষিন্যে বাল্য ও কৈশর অতিবাহিত করার পর প্রথম বিশ্ব যুদ্ধে ৪৯নং বাঙালি পল্টনে নাম লিখিয়ে নৌ-সেনার প্রশিক্ষণ শেষে করাচিতে স্থায়ী হন। যুদ্ধের পর ১৯২০ সালে কলকাতায় ফিরে বাঙালির মুসলিম সাহিত্য সমিতির অফিস ঘরে আস্তানা গাড়েন কমরেড মুজাফফর আহমদের মত মানুষের স্নেহ সুধায় অভিষিক্ত হন কবি। ১৯২২ সালে কুমিল্লার সৈয়দা খাতুন ওরফে নার্গিস বেগমের সঙ্গে অসফল প্রণয় পরিনয়ের পর ১৯২২ সালে লিখলেন ‘আনন্দময়ীয় আগমনে ফলশ্রæতিতে হল কারাবাস। পরবর্তীতে ১৯২৪ সালে ২৫ এপ্রিল কুমিল্লার প্রমীলা সেন গুপ্তর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কলকাতায়। দুটি সন্তানের অকাল মৃত্যুর পর সব্যসাচী অনিরুদ্ধের জন্ম হয়। ১৯৩৯ সালে স্ত্রী প্রমীলার পক্ষাঘাত হয়ে শয্যাশায়ী হলেন। দু:খের মধ্যে যেনো আরো দ্বিগুণ রুপে সামনে এসে দাঁড়ায় ১৯৪২ সালে কবি নিজেই অসুস্থ হয়ে পড়লেন চিরতরে। কবি পতœী ১৯৬২ সালে মারা যান। দুভাগ্য পিছু ছাড়েনি দুখু কবির জীবন থেকে। নিদারুণ অর্থ কষ্টে রোগাক্লিষ্ট কবি তার পরিবার নিয়ে অযতেœ অবহেলায় দিনযাপন করেন। নারায়ণগঞ্জ ক্লাবে বসে কবি লিখেছিলেন তার সেই বিখ্যাত কবিতা-নতুনপথের যাত্রা পথিক, চালাও অভিযান উচ্চ কন্ঠে উচচারো আজ। মানুষ মহীয়ান। নারায়ণগঞ্জবাসীর মন মানসিকতায় শান্ত শিশু হ্নদয়ের বন্ধু প্রীতিম সাঙ্গবস্থানকে লক্ষ্য করেই কবি শীতলক্ষ্যা, ধলেশ্বরী, মেঘনা, ও বুড়িগঙ্গা ব্রাহ্মপুত্র বিধৌত পানির পরশ নিয়েই – ‘অভিযান কবিতায় কবি লিখেছেন, কুচকাওয়াজ বাজাও মাদল, গাও প্রভাতের গান, উষারদ্ধারে পৌঁছে গাবি।
লেখক: কবি, সাংবাদিক।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯