
ডান্ডিবার্তা রিপোর্ট
নাসিক ৬নং ওয়ার্ডে মুনলাইট পূর্ব এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের অফিস দখল করে বেপরোয়া চাঁদাবাজি ও মাদক ব্যবসার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ ডেভিল পুলিশ কনস্টেবল মফিজ হত্যা ও ছাত্র হত্যা মামলার আসামি সিরাজুল ইসলাম মন্ডলের ক্যাশিয়ার নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও সাবেক শ্রমিক লীগ নেতা আক্তারুজ্জামান মৃর্ধা ওরফে কাইল্ল্যা আকতার ও তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড চাঁদাবাজ হানিফ বেপারী। গত ৫ আগস্টের পর কিশোর গ্যাং লিডার পানি আকতার দেশ ছেড়ে পালালে নিষ্ক্রিয় হয়ে পরে পানি আকতার বাহিনী। স্বস্তি ফিরে ৬নং ওয়ার্ড বাসীর জনজীবনে। কিন্তু সে স্বস্তির মধ্যে বর্তমানে অস্বস্তি তৈরি করেছে কাইল্ল্যা আকতার বাহিনী। নাসিক ৬নং ওয়ার্ডে বহিরাগত আক্তারুজ্জামান মৃধা বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও তার বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানার ওসির কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের অনুসারী পরিচয় দেয়া আক্তারুজ্জামান মৃধা ও হানিফ বেপারী দুজনেই ৬নং ওয়ার্ডে বহিরাগত। আকতার মৃধা রূপগঞ্জের বরপা এলাকার ও হানিফ বেপারী নাসিক ১ নং ওয়ার্ডের বাসিন্দা।আকতারুজ্জামান মৃধা প্রয়াত শ্রমিক লীগ নেতা রেহান উদ্দিনের অস্ত্র ভান্ডারের দেখভালের দায়িত্বে ছিলেন এবং শ্রমিকলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সিরাজ মন্ডলের সাথে নানান ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িয়ে পড়েন আক্তারুজ্জামান মৃধা। গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর ভোল পাল্টে ৬নং ওয়ার্ডে তাঁতীলীগের অফিস দখলে নিয়ে আকতার ও হানিফ বেপারী মাদক ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেন। এ সিন্ডিকেট মাদক সম্রাট নাহিদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দোকান পাট দখল করাসহ নানান অপরাধ কর্মকান্ড করে বেড়াচ্ছে ৬নং ওয়ার্ডে। অভিযোগ সূত্রে জানা যায়, গত সপ্তাহে আদমজীর মুড়ি ফ্যাক্টরি সংলগ্ন একটি বাড়িতে বাহিনী নিয়ে চাঁদার দাবিতে হুমকি ধামকি প্রদান করে কাইল্ল্যা আকতার বাহিনী। হুমকি দেয়া হয় থানা পুলিশ কে জানালে লাশ গুম করে শীতলক্ষ্যায় ফেলে দেয়ার। তাঁতীলীগের অফিসে বসে হানিফ, মনির, সুমন, সোহেল, পারভেজ ও কিশোরগ্যাং লিডার নাহিদ বাহিনী নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছেন আকতার। প্রতি শুক্রবার নাগিনা জোহা সড়কের পাশে ভাসমান দোকান থেকে হাজার হাজার টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ রয়েছে আকতার বাহিনীর বিরুদ্ধে।কিশোরদের দিয়ে মাদক ব্যবসা করিয়ে ৬নং ওয়ার্ডকে আক্তারুজ্জামান মৃধা মাদকের আখড়ায় পরিণত করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়াও ইপিজেডের বৈধ ব্যবসায়ীদের ব্যবসা করতে হলে চাঁদার দাবিতে নানা হুমকি ধামকি দিচ্ছেন ভিজিটিং কার্ড পাঠিয়ে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। ৬নং ওয়ার্ডের জনগণ আকতার মৃধার মতো সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে চায়। এর আগেও সন্ত্রাসী আক্তারুজ্জামান মৃধাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হলেও প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের কঠোর ব্যবস্থায়ই পারে এই সন্ত্রাসীর হাত থেকে মুক্তি দিতে। এছাড়া ৬নং ওয়ার্ডের বিভিন্ন কারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে বড় অংকের টাকা চাঁদা নিচ্ছে এই সন্ত্রাসী আকতারুজ্জামান। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কাছে এলাকাবাসীর দাবি ৬নং ওয়ার্ডে বহিরাগত সন্ত্রাসী আকতারুজ্জামান মৃধা, হানিফ বেপারী সহ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ৬নং ওয়ার্ড কে মানুষের বসবাসের যোগ্য করে তোলার দাবি জানিয়েছেন। এ বিষয়ে আক্তারুজ্জামান মৃধার বক্তব্যের জন্য অফিসে গেলে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোন ও বন্ধ পাওয়া যায়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯