
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রায় শত বছরের স্কুল মোগরাপাড়া এইচ,জি,জি,এস স্মৃতি সরকারি বিদ্যায়তন ও মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার একমাত্র মাঠটি দখল করে সেখানে পকেট গেট নির্মাণের কাজ করায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা। এতে শিশু-কিশোররা খেলাধুলার সঠিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোগড়াপাড়া এইচজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তন-এর শত শত শিক্ষার্থী প্রতিদিন এই মাঠে খেলাধুলা ও শারীরিক কসরত করে। কিন্তু স¤প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠের জায়গায় স্থায়ী পকেট গেট নির্মাণ কাজ শুরু করেছে। ফলে মাঠের প্রায় ৮ ফুট জায়গা খেলার অংশই ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলেন-শিশুদের জন্য এই একটি মাত্র খেলার মাঠ ছিলো।এখন মাঠের জায়গা দখল করে পকেট গেট বানানো হলে মাঠ সংকুচিত হয়ে পড়বে। স্থানীয় এলাকাবাসীদের দাবি-মোগরাপাড়া সরকারি এইচ,জি,জি,এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের ভিতরের দিকে অথবা পশ্চিম দিকে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে করলে খেলার মাঠটি সুন্দর থাকবে। শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান খেলাধুলার উপযুক্ত স্থান না থাকায় শিশুরা মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মোবাইল টিভির যুগে যেখানে মাঠে টানতে হয়, সেখানে মাঠের জায়গা যদি সংকুচিত হয় তাহলে শিক্ষার্থীরা খেলবে কোথায়? এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতেই পকেট গেট নির্মাণ করা হচ্ছে।পকেট গেটের ব্যাপারে মোগরাপাড়া এইচ,জি,জি,এস সরকারি বিদ্যায়তনের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ ও মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন এর সাথে কথা হলে তারা জানান-পকেট গেটের কাজটি সরকারি অর্থায়নের বরাদ্দ এ ব্যাপারে আমরা কিছু জানি না। স্থানীয় লোকজন এই কাজে বাঁধা প্রদান করেছেন। আমরা উপর মহলকে জানিয়েছি, তারা জানিয়েছেন স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। ইয়ং ব্রাদার্স ক্লাবের ক্রীয়াপ্রেমিক সাংবাদিক মাসুম মাহমুদ স্থানীয় বাসিন্দাদের সাথে সহমত পোষণ করেছেন। এলাকাবাসী দ্রæত গেট নির্মাণ কাজ বন্ধ করে খেলার মাঠটিকে আগের মতো উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন। তারা আরো বলেছেন-শিশুদের জন্য মুক্ত মাঠ কোনো বিলাসিতা নয়,এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশের অপরিহার্য অধিকার। যদি পকেট গেট এর নির্মাণ কাজ বন্ধ করা না হয়, অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯