আজ শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৪:৪৮

মারামারি-কাটাকাটি-খুনোখুনিতে জর্জরিত নারায়ণগঞ্জ বিএনপি

ডান্ডিবার্তা | ১১ জুলাই, ২০২৫ | ১২:১৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান আহŸায়ক কমিটিকে অভ্যন্তরীণ কোন্দল, মারামারি-খুনোখুনি, নেতাদের প্রহার করে দিগম্বর করা এবং কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘জর্জরিত’ আখ্যা দিয়ে এটি ভেঙ্গে দেওয়ার জোর দাবি জানিয়েছেন মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মজিদ। এক বিবৃতিতে তিনি এই অদক্ষ, অনভিজ্ঞ ও বিতর্কিত কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী ও স্থানীয় নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের আহŸান জানান এবং যেকোনো বহিরাগত নেতৃত্ব প্রতিহত করার হুঁশিয়ারি দেন। আব্দুল মজিদ বলেন, “অবিলম্বে অদক্ষ, অনভিজ্ঞ, বিতর্কিত নেতাদের বাদ দিয়ে স্থানীয়, ত্যাগী, রাজপথের লড়াকু যোদ্ধা, যারা পুলিশের অত্যাচার-জেল-জুলুম উপেক্ষা করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নারায়ণগঞ্জ বিএনপিকে প্রতিষ্ঠিত করে টিকিয়ে রেখেছেন, তাদের সকলকে নিয়ে একটি শক্তিশালী আহŸায়ক কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি।” তিনি স্পষ্ট করে বলেন, “বহিরাগত কোনো নেতৃত্ব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা মেনে নেবে না।” তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও তিন বছর পার হতে চললেও বর্তমান কমিটি গঠনের কোনো উদ্যোগ নেয়নি। নেতাকর্মীদের অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, “আড়াইহাজারের কোনো এক নেতার ছত্রছায়ায় মহানগর বিএনপির এই কমিটি পরিচালিত হচ্ছে।” কমিটির অভ্যন্তরীণ দ্ব›দ্ব নিয়ে আব্দুল মজিদ বলেন, “এই কমিটি হওয়ার পর থেকে তারা নিজেরাই মারামারি-কাটাকাটি ও খুনাখুনি-হানাহানিতে ব্যস্ত রয়েছে, যার বহিঃপ্রকাশ স¤প্রতি বারবার ঘটেছে।” তিনি দুটি ন্যক্কারজনক ঘটনার বিবরণ দিয়ে বলেন, “এই কমিটির সদস্য সচিবকে বন্দরের নেতাকর্মীরা বেদমভাবে প্রহার করে হাত-পা ভেঙ্গে লুলা করে অটোরিকশায় করে নারায়ণগঞ্জে পাঠিয়ে দেয়। এর কিছুদিন পর এক যুগ্ম আহŸায়ককে বেদমভাবে প্রহার করে পাজামা-পাঞ্জাবি ছিঁড়ে দিগম্বর করে দেয়। পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জে পাঠানো হয়।” এই ঘটনাগুলোকে “নারায়ণগঞ্জ বিএনপির ইতিহাসে একটি জঘন্যতম লজ্জাজনক ঘটনা” হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা সমগ্র নারায়ণগঞ্জ বিএনপি লজ্জিত। কারো কাছে মুখ দেখাতে পারি না।” কমিটির আহŸায়কের নেতৃত্বের কড়া সমালোচনা করে আব্দুল মজিদ তাকে ‘মেরুদÐবিহীন লোক’ হিসেবে অভিহিত করেন। তার মতে, “বিএনপিকে কমান্ড করার মতো কোনো ক্ষমতা তার নাই। কমিটির লোকেরাই তাকে কোনো পাত্তা দেয় না।” আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, “এই আহŸায়ক কমিটির আহŸায়ক ২০১৬ সালের সিটি নির্বাচনের সময় নারায়ণগঞ্জের কুখ্যাত সেলিম ওসমান থেকে ২ কোটি টাকা নিয়ে আসে। একটি অনলাইন নিউজ পোর্টালের টক শো-তে টাকা নেয়ার এই অভিযোগ বর্তমান কমিটির সদস্য সচিবই করেছিলেন, যা বিভিন্ন গণমাধ্যমে তৎকালীন সময়ে ফলাও করে প্রচারও হয়।” তিনি আরও অভিযোগ করেন, “জুলাইসহ বিগত আন্দোলনের সময় নেতাকর্মীদের নামে নজরুল ইসলাম আজাদের কাছ থেকে ১৭ লক্ষ টাকা এনে, তা নিজে আত্মসাৎ করে সাখাওয়াত। কিন্তু আন্দোলনে এক পয়সাও খরচ করে নাই।” বিবৃতির শেষে আব্দুল মজিদ দলের চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রæত নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে বিলুপ্ত করে নতুন কমিটি দিয়ে বিএনপিকে কুলস মুক্ত করা হউক।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা