
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান আহŸায়ক কমিটিকে অভ্যন্তরীণ কোন্দল, মারামারি-খুনোখুনি, নেতাদের প্রহার করে দিগম্বর করা এবং কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘জর্জরিত’ আখ্যা দিয়ে এটি ভেঙ্গে দেওয়ার জোর দাবি জানিয়েছেন মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মজিদ। এক বিবৃতিতে তিনি এই অদক্ষ, অনভিজ্ঞ ও বিতর্কিত কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী ও স্থানীয় নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের আহŸান জানান এবং যেকোনো বহিরাগত নেতৃত্ব প্রতিহত করার হুঁশিয়ারি দেন। আব্দুল মজিদ বলেন, “অবিলম্বে অদক্ষ, অনভিজ্ঞ, বিতর্কিত নেতাদের বাদ দিয়ে স্থানীয়, ত্যাগী, রাজপথের লড়াকু যোদ্ধা, যারা পুলিশের অত্যাচার-জেল-জুলুম উপেক্ষা করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নারায়ণগঞ্জ বিএনপিকে প্রতিষ্ঠিত করে টিকিয়ে রেখেছেন, তাদের সকলকে নিয়ে একটি শক্তিশালী আহŸায়ক কমিটি গঠন করার জোর দাবি জানাচ্ছি।” তিনি স্পষ্ট করে বলেন, “বহিরাগত কোনো নেতৃত্ব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা মেনে নেবে না।” তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও তিন বছর পার হতে চললেও বর্তমান কমিটি গঠনের কোনো উদ্যোগ নেয়নি। নেতাকর্মীদের অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, “আড়াইহাজারের কোনো এক নেতার ছত্রছায়ায় মহানগর বিএনপির এই কমিটি পরিচালিত হচ্ছে।” কমিটির অভ্যন্তরীণ দ্ব›দ্ব নিয়ে আব্দুল মজিদ বলেন, “এই কমিটি হওয়ার পর থেকে তারা নিজেরাই মারামারি-কাটাকাটি ও খুনাখুনি-হানাহানিতে ব্যস্ত রয়েছে, যার বহিঃপ্রকাশ স¤প্রতি বারবার ঘটেছে।” তিনি দুটি ন্যক্কারজনক ঘটনার বিবরণ দিয়ে বলেন, “এই কমিটির সদস্য সচিবকে বন্দরের নেতাকর্মীরা বেদমভাবে প্রহার করে হাত-পা ভেঙ্গে লুলা করে অটোরিকশায় করে নারায়ণগঞ্জে পাঠিয়ে দেয়। এর কিছুদিন পর এক যুগ্ম আহŸায়ককে বেদমভাবে প্রহার করে পাজামা-পাঞ্জাবি ছিঁড়ে দিগম্বর করে দেয়। পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জে পাঠানো হয়।” এই ঘটনাগুলোকে “নারায়ণগঞ্জ বিএনপির ইতিহাসে একটি জঘন্যতম লজ্জাজনক ঘটনা” হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা সমগ্র নারায়ণগঞ্জ বিএনপি লজ্জিত। কারো কাছে মুখ দেখাতে পারি না।” কমিটির আহŸায়কের নেতৃত্বের কড়া সমালোচনা করে আব্দুল মজিদ তাকে ‘মেরুদÐবিহীন লোক’ হিসেবে অভিহিত করেন। তার মতে, “বিএনপিকে কমান্ড করার মতো কোনো ক্ষমতা তার নাই। কমিটির লোকেরাই তাকে কোনো পাত্তা দেয় না।” আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, “এই আহŸায়ক কমিটির আহŸায়ক ২০১৬ সালের সিটি নির্বাচনের সময় নারায়ণগঞ্জের কুখ্যাত সেলিম ওসমান থেকে ২ কোটি টাকা নিয়ে আসে। একটি অনলাইন নিউজ পোর্টালের টক শো-তে টাকা নেয়ার এই অভিযোগ বর্তমান কমিটির সদস্য সচিবই করেছিলেন, যা বিভিন্ন গণমাধ্যমে তৎকালীন সময়ে ফলাও করে প্রচারও হয়।” তিনি আরও অভিযোগ করেন, “জুলাইসহ বিগত আন্দোলনের সময় নেতাকর্মীদের নামে নজরুল ইসলাম আজাদের কাছ থেকে ১৭ লক্ষ টাকা এনে, তা নিজে আত্মসাৎ করে সাখাওয়াত। কিন্তু আন্দোলনে এক পয়সাও খরচ করে নাই।” বিবৃতির শেষে আব্দুল মজিদ দলের চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রæত নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে বিলুপ্ত করে নতুন কমিটি দিয়ে বিএনপিকে কুলস মুক্ত করা হউক।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯