আজ শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৪:৩৩

অতিরিক্ত কর আরোপ করা হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে: দিপু ভূইয়া

ডান্ডিবার্তা | ১১ জুলাই, ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আমেরিকান সরকারের কর আরোপ নীতিতে গার্মেন্টস ব্যবসায়ী সহ সহযোগী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। গতকাল বৃহস্পতিবার বিকেলে চেম্বার ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন দিপু ভূইয়া বলেন, আমেরিকান সরকার বাংলাদেশের উপর যে শুল্ক আরোপ করছে এতে বিশেষ করে নারায়ণগঞ্জে যে সকল গার্মেন্টস কারখানা রয়েছে সেগুলো সহ যারা লজিস্টিক সহযোগিতা করে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকান সরকার নতুন করে ৩৫% ট্যাক্স বসাতে চাইছে। যেটা পূর্বে ছিলো ১৬% এখন সেটা হবে ৫১%। যদি এটা হয় তাহলে বাংলাদেশের ব্যবসায়ী সহল প্রচন্ড সমস্যার সম্মুখিন হবে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে আমেরিকান সরকারের সাথে কথা বলে ট্যাক্স কমানোর জন্য। ডেঙ্গুর প্রোকোপ সম্পর্কে তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছেনা এবং আক্রান্তরা তাদের কাংখিত সেবা পাচ্ছেনা। যদি ঔষধ বা অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে আমরা সেটার ব্যবস্থা করবো। তাই চেম্বারের মাধ্যমে বলতে চাই, ডেঙ্গু থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। এছাড়াও নারায়ণগঞ্জে যানজটের কারনে যে দূর্ভোগ হয় সেটা থেকে পরিত্রান পাওয়া সম্ভব। এজন্য আমরা কিছুদিনের মধ্যেই আমাদের যেসকল সংগঠন রয়েছে সবাইকে নিয়ে আলোচনায় বসবো যাতে করে শুধুমাত্র সাধারণ মানুষই না ব্যবসায়ীরাও এ দূর্ভোগ থেকে রেহাই পায়। এসময় চেম্বারের কয়েকজন সদস্যের সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে তিনি বলেন, চেম্বার হচ্ছে সকল সকল সংগঠনের মিলিত সংগঠন। যে ঘটনাটি ঘটেছে সেটা খুব দুঃখজনক। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে আমি বলবো কোন মেম্বার যদি সেটা আমিও হই, কারো ব্যক্তিগত বিষয়ের সাথে চেম্বারকে টানবেন না। আমরা বলতে চাই, চেম্বারে যে ৩০/৩৫টি সংগঠন রয়েছে তাদের সবাইকে সাথে নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সকলকে সাথে নারায়ণগঞ্জ থেকে যানজট, ডেঙ্গু সমস্যা সহ যেসকল সমস্যাগুলো রয়েছে সমাধানে আমরা কাজ করবো। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার, সহ-সভাপতি মোঃ আবু জাফর, পরিচালক গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ সোহাগ, আহমেদুর রহমান তনু ও সোহেল আক্তার সহ অন্যান্য সদস্যরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা