আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | ভোর ৫:০২

লাপাত্তা না’গঞ্জ যুবলীগের নেতাকর্মীরা

ডান্ডিবার্তা | ১২ নভেম্বর, ২০২৪ | ৮:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বাংলাদেশের প্রথম যুব সংগঠন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ১১ নভেম্বর। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু ৫ আগস্টের পর যুবলীগের নেতাকর্মীরা সবাই পলাতক। ফলে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মত কেউ ছিল না। ইতোমধ্যে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির গ্রেপ্তার হয়েছেন। সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল রয়েছেন পলাতক। শহর কমিটির সভাপতি শাহাদাত হোসেন সাজনু ও সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল মামলার আসামী হয়ে পলাতক রয়েছেন।

জানা যায়, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে না। সবশেষ ২০০৫ সালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল। ওই সম্মেলনে আবদুল কাদির সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  এছাড়াও সম্মেলনে প্রতিদ্ব›দ্বীতা করা জাকিরুল আলম হেলালকে করা হয় সিনিয়র সহ-সভাপতি, আসিফ হোসেন মানুকে সহ-সভাপতি ও শাহ নিজামকে করা হয় যুগ্ম সাধারণ সম্পাদক। এরপর দীর্ঘ প্রায় ১৮ বছর পেরিয়ে গেলেও এরপর আর নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি জেলা যুবলীগের। তৎকালীন সময়ে জেলা যুবলীগের কমিটিতে পদে নেতারা অনেকেই মূল দলে ভিড়েছেন। এদের মধ্যে শাহ নিজাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জাকিরুল আলম হেলালকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একইভাবে অন্যদিকে আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও জেলা যুবলীগ সভাপতি আবদুল কাদির জেলা আওয়ামীলীগের সহ সভাপতি পদে স্থান পেয়েছিলেন। অথচ এই জেলা যুবলীগের বিএনপির জোট সরকার আমল থেকে শুরু করে ১/১১ এর কঠিন সময়ে আন্দোলন সংগ্রামে বেশ ভূমিকা রেখেছিল। আর ক্ষমতাসীন থাকাবস্থায় সেই যুবলীগ এখন প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন হয়েছে প্রায় ১৩ বছর হয়ে যাচ্ছে। কিন্তু এখনও নারায়ণগঞ্জ শহর যুবলীগ মহানগর যুবলীগে পরিণত হতে পারছেন না। শহর কমিটির দায়িত্বে থাকা সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু ও সধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জল তারা নিজ থেকেই নিজেদেরকে মহানগর যুবলীগের পরিচয় দিয়ে থাকেন। কিন্তু তাদের নতুন কমিটির আর দেখা মিলছে না। জানা যায়, বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর কমিটির নড়বড়ে অবস্থা চলছে। সিটি কর্পোরেশন গঠনের প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও সেই শহর কমিটি দিয়েই চলছে মহানগর যুবলীগের কার্যক্রম। শহর কমিটির নেতারাই নিজেদেরকে মহানগর কমিটির নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ফলে মহনগর যুবলীগের পদ প্রত্যাশী নেতাদেরও দীর্ঘদিনের দাবী হচ্ছে কমিটির নবায়ন করা। ইতোমধ্যে শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু তাকে জেলা আওয়ামী লীগের সদস্য পদে জায়গা করে নিয়েছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা