
ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে মো. আল-আমিন (৩৬) নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান করে ৯৫ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নিজেই। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে, শামীম ওসমানপুত্র একেএম অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), নাসিক ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন মিয়া (৫৫), ৩ নং ওয়ার্ডের শাহজালাল বাদল (৪২) সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ৩ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ মিতালি মার্কেটের সামনে ছাত্র- জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভুক্তভোগীসহ জুলুম বিরোধীদের উপর অতর্কিত হামলা চালায় এই মামলার আসামিরা। ওইসময় জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার একপর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের বারি লেগে হাড় ভেঙ্গে গুরুতর আহত হয়ে যান। পরবর্তীতে আহতাবস্থায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যান। আসামীরা হলেন, এ.কে.এম শামিম ওসমান (৬৪), মতিউর রহমান মতি (৫৫), আজমেরি ওসমান (৪৫), শাহ নিজাম (৫৬), অয়ন ওসমান (৩৭), কামরুল (৩৪), যাছেন (৩৪), আসলাম (৩১), বাদল (৪৮), আবদুল করিম (৪৫), মোঃ আমিনুল ইসলাম (৪৫), আমির হোসেন (৪৮) , সারফিন মাসুম (৩৮), মোঃ ইমরান (৩৫), মোঃ মানিক (৩৫) ,মোঃ আপেল (৩৮), মোঃ মানিক (৩৪), আঃ হাকিম (৪৫) , জাহাজীর পাটুয়ায়ী (৫৫), মোঃ আলামিন (৩৮), মোঃ ইমরান মিয়া (৪৮), মোঃ আবুল ফালাম (৪০), মোঃ জাহাজীর (৩৮), মোঃ মহিউদ্দিন (৪৮), ছিফাত (৩০), ঈমাম হোসেন (৫৫), মীর হোসেন (৪৮), আবুল হাসেম ওরফে গরু ২৫ হাসেম (৫২), সুজন (৪২) আবুল কাসেম (৫৫), মাওলানা ওবায়দুল হক (৫৫), নূর আলম (৪৮), হানিফ মিয়া (৪৫), আনোয়ার হোসেন (৪০), শুকুর আলী (৪২), সাইফুল ওরফে চানাচুর সাইফুল (৪৫), ঈমান আলী (৪৮), সিরাজ ওরফে কানা সিরাজ (৪৮), জাহাঙ্গীর (৪৫), মিন্টু ওরফে পাঠা মিন্টু (৪৫), আমির হোসেন (৪৮), স্বপন (৪০) , মুন্না (৩৫), মোঃ নুর আলম (৪৮), ছানাউল্লাহ ছানি (৪৫), ফিরোজ মিয়া (৪৮), আবদুল মতিন ওরফে পাগলা মতিন (৪৮), মাইন উদ্দিন (৩২), মোঃ ফরিদ মিয়া (৫৫), মোঃ আল আমিন (২৫), আরিফ (৫০), শাহাবুদ্দিন (৪৪), শাওন (২৩), মোঃ জসিম হোসেন (৩০), জাকির হোসেন (৩৪) যুবলীগ নেতা, সাদ্দাম (৩৮), আলাউদ্দিন (৪৫), মোঃ ইসমাইল (২৯), আক্তার হোসেন (৪২), কাজী আসিফ (৩২), আলাউদ্দিন (৩৪), লিটন (৪৩), আল আমিন (৩০), পানি আক্তার (৩৮), রুহুল আমিন (৪৬), মোহাম্মদ আলী (৩৮), ভাগিনা মামুন (৪০), হাজী ইয়াছিন (৬২), নুরউদ্দিন মিয়া (৫৫), দুরুজ্জামান জজ মিয়া (৫৮), নুরসালাম (৬৫), নূরুল হক (৫৩), শাহজালাল বাদন (৪২), শরিফ (৩২), হাবিবুল্লাহ হবুল (৫০), মাহবুবুর রহমান (৪৯), আশরাফ (৪৮), বরিশাইল্যা মজিবর (৫৮), সালাউদ্দিন সানি (৪২), আমির হোসাইন ভান্ডারী (৬০), ফেরদৌস আলম (৫২), দেলোয়ার হোসেন দেলু (৫০), মিজানুর রহমান মিলন (৩৯), মানিক মাষ্টার (৪৮), মোঃ ইউসুফ আলী মাসুদ (৪১), আল আমিন (৩৮), শামীম জমিদার (৫৫), মোঃ মহসিন (৩৫), ফিরোজ (৫০), বিল্লাল হোসেন (৩০), সোহেল (৪০), সালাম মোল্লা (৪৮), ইয়াছিন আরাফাত রাসেল (৩৫), মাসুম (৪২), জামান মিয়া (৩৯)।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯