
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রাজনীতিতে যেন রাহু গ্রাস করে বসে আছে। দীর্ঘ ১৫ বছর আগে থেকে শুরু হওয়া নারায়ণগঞ্জে রাজনৈতিক প্লাটফ্রম গুলি অনৈকের রাহু গ্রাস থেকে এখনো মুক্ত হতে পারেনি। তবে এর ব্যতিক্রম দেখা যায় ইসলামী দল গুলির মধ্যে। ইসলামী দলগুলি নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে দিন দিন এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক বোদ্ধা মহল মনে করেছিল ৫ আগষ্টের পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের রাজনীতি থেকে রাহু মুক্ত হবে। কিন্তু তা আর হয়ে উঠছে না। নিজ দলের নেতাদের মধ্যে কাঁদা ছুঁড়াছুড়ি ছাড়া আর কিছুই নেই। যখন আওয়ামীলীগ ক্ষমতায় ছিল তারা ক্ষমতার সুবিধা ভোগের জন্য একে অপরের বিরোধীতা করেছে। নারায়ণগঞ্জে আওয়ামীলীগের ছিল ২টি বলয়। একটি ওসমান বলয় আরেকটি ছিল আইভী বলয়। ২ বলয়ের নেতাদের মধ্যে বিরোধ থাকলেও ক্ষমতার পুর্ন সুবিধা ভোগ করেছে তারা। সকল কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। প্রতিপক্ষ দলের লোকদের কোনঠাসা করা থেকে শুরু করে সকল ধরনের চাপ প্রয়োগ করে রেখেছিল। কিন্তু ৫ আগষ্টের আগ পর্যন্ত আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই স্বৈরাচারী হয়ে উঠেছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে। তিনি নিজ দলের লোকদের উস্কে দিতেন জনতার প্রতিবাদী মুখ বন্ধ রাখতে। যখন জনতার পিঠ দেয়ালে ঠেকে গেছে আর সহ্য করার মত অবস্থা ছিল তখন জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে স্বৈরাচারীর পতন ঘটান। ৫ আগষ্টে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে নির্বাসনে গেলে তার দলের একটি বড় অংশ পালিয়ে যায়। আর যারা আত্মগোপনে আছে তারা বিএনপির সাথে আতাঁত করে ফিরতে শুরু করেছে। এদিকে বিএনপিতে ঐক্যের পরিবর্তে অনৈক্য দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। পট পরিবর্তনের আগে আওয়ামীলীগ যেমন দখলবাজিতে নোবেল পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আর পট পরিবর্তনের পর যেন বিএনপির কিছু নামধারীরা সেই পথেই হাঁটছে। বিভিন্ন সেক্টর দখলে মেতে উঠে। তারাই আবার বিএনপির নাম ব্যবহার করে বিএনপির কুৎসা রটায়। বিএনপিতে পদ পদবীর দন্ড দীর্ঘ দিনের। কিন্তু কারো মধ্যে এই মনোভাব নেই যে, একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলেই মুখে মুখে বললেও কোন উদ্যোগ নেই। শীর্ষ নেতারা বলেন, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধ করবে। প্রকৃত পক্ষে যারা দখণ বানিজ্যে রয়েছে সেই সকল সভা সমাবেশে তাদেরই দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জে একটি কথা চাউর হচ্ছে। বিএনপির কতিপয় শীর্ষ নেতা মামলা বানিজ্যে মেতে উঠেছে। ২ মাস আগে একটি অডিও রেকর্ডও ফাঁস হয় যাতে রয়েছে মামলা থেকে বাদ দিতে মোটা অকে টাকা দিতে হবে। এই যদি হয় রাজনৈতিক অবস্থা সাধারণ মানুষ কাকে বিশ^াস করবে? এছাড়া ৫ আগষ্টের পট পরিবর্তনের পর কিছু দিন পুলিশ ছিল ট্রমায়। পরে রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায় পুনরায় পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও কোন স্থিতিশীলতা নেই। যার যার মত কাজ করছে। অপরদিকে রাজনৈতিক দলে নেই চেইন অব কমান্ড। যে যেখানে পারছে তাই করছে। অনদিকে প্রচন্ড চাপের মুখে রয়েছে গণমাধ্যম। বিভিন্ন জায়গায় গণমাধ্যম কর্মীরা হামলার শিকারসহ মামলার কবলে হয়রানি হচ্ছে। দেশে অরাজনৈতিক সরকার থাকলেও এ সরকারকে বিভ্রান্ত করতে বা বেকায়দায় ফেলতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। আর এ ধরনের ষড়যন্ত্রকে বাস্তবায়িত করতে একটি মহল গোপনে কাজ করে চলছে। যারা এখনো আওয়ামীলীগের দোসর নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত ওসমান বলয় থেকে এখনো বের হতে পারেনি। যারা ধীর্ঘ দিন ওসমানী সুবিধাভোগী তারা গোপনে গভীর ষড়যন্ত্র করছে। এমন অভিযোগ এখন সকলের মুখে মুখে। যারা দেশ ও জনগণকে ভালবাসে তারা পদ পদবীর লোভে নয় জনতার স্বার্থে কাজ করবে এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বোদ্ধা মহলের। তাই আর বিরোধ নয় সকলে ঐক্যবদ্ধ হয়ে নতুন নারায়নগঞ্জ গড়ার স্বপ্ন দেখতে হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯