
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে এখন একপেশী রাজনীতি চলছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের বিপক্ষে রাজনীতি করলেও এখন বিএনপি নিজেদের নেতাদের বিরুদ্ধে মাঠে রাজনৈতিক মাঠ গরম রাখছে। বিগত সময় আওয়ামীলীগ বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিএনপিকে কটাক্ষ করে আগুন সন্ত্রাস আর সন্ত্রাসী বলে তকমা লাগাতো। তখন বিএনপি আওয়ামীলীগের বিপক্ষে রাজনীতির মাঠ গরম রাখার চেষ্টা করত। পতিত আওয়ামীলীগ সরকারের সময় বিএনপি রাজপথে নামতে পারতেন না। তখন নেতাকর্মীরা আওয়ামীলীগের নির্যাতন সহ্য করেও রাজপথে থাকার চেষ্টা করেছেন। কিন্তু কুলিয়ে উঠতে পারেনি। তখন বিএনপি আওয়ামীলীগের বিরুদ্ধে রাজনীতি করলেও এখন তার উল্টোটা। বিএনপি এখন নিজ দলের লোকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠে রয়েছে। যেমন ৫ আগষ্টের পর আওয়ামীলীগ পালিয়ে যাওয়ার পর দেশে কিছু উশৃঙ্খল বিএনপির নামধারীরা তার সাথে কিছু সুবিধাবাদীরা ব্যাপক লুটপাট চালায়। চলে মামলা বানিজ্য, বিভিন্ন সেক্টর দখলের মহোৎসব। কেন্দ্রীয় বিএনপি থেকে বার বার সতর্ক করার পরও থেমে নেই দখল ও চাঁদাবাজি। অবশেষে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে বিএনপি এবার সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাটের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে হচ্ছে। আর এরমধ্যে পদ পদবীর জোরে চলছে অনিয়ম ও দখলবাণিজ্য। অনেক সময় দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের পরিবারের অনেকে জানেন না কাকে আসামী করা হয়েছে। বিএনপির কতিপয় পদধারী নেতাদের ইন্ধনে কিছু মামলা হয়েছে যাদের মধ্যে নিরপরাধ সাংবাদিকসহ কিছু ব্যাক্তি রয়েছে। আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতারা এ মলায় আসামী হওয়াটা যুক্তিযুক্ত হলেও অনেক নিরপরাধ লোককেও আসামী করা হয়েছে। শুধু তাই নয় ব্যক্তি বা রাজনৈতিক সুবিধা বা পদ আকঁরে রাখতে নিজ দলের লোকদেরও আসামী করে দেয়া হয়েছে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনে লোক দিয়ে অর্থ ব্যয় করে ছাত্রদের পাশে থেকে আন্দোলন বেগবান করতে সহায়তা করেছে তাদের এমন লোকও এ সকল মামলায় আসামী করা হয়েছে। তবে এ সমব বিষয়ে পুলিশ একেবারেই মুখ খুলতে নারাজ। পুলিশ একটি কথাই বলে বাদী যাদের নাম দিয়ে তাদের বিরুদ্ধেই মামলা নেয়া হয়েছে। আর কোন কোন বাদী বলছে বিএনপি নেতারা তাদের কাছ থেকে শুধু স্বাক্ষর নিয়েছে কিন্তু কাকে আসামী করা হয়েছে তা তারা জানেন না। বিএনপির কতিপয় নেতা এখন রাজনীতির নামে অপরাজনীতিতে জড়িয়ে পড়ছে। এখনকার রাজনীতি কে কাকে ল্যাং মেরে নিজের অবস্থান শক্ত করা যায় সেদিকে এগিয়ে রাজনীতি করছে। ঐসকল নেতাদের মুখে শুধু বড় বড় কথা আর নিজেদের জাহির এবং প্রতিপক্ষকে ঘায়েল করার বক্তব্য চলছে। জনগণের কথা বললেও তাদের জনগণের কাতারে দেখা যায় না। প্রকৃত পক্ষে দেখা গেছে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির কিছু নেতাকর্মী দখলবাজি আর চাঁদাবাজিতে ব্যস্ত অপরদিকে জামায়াতে ইসলামী নেতারা আন্দোলনে আহতদের সহায়তা দেয়ার জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন। সাহায্য দিচ্ছেন নিহতদের পরিবারদের মাঝে। ইসলামী দলগুলি জনসমর্থন বাড়ানোর রাজনীতিতে ব্যস্ত। আর বিএনপি নিজেদের নেতাদের বিপক্ষের অবস্থা নিয়ে রাজনীতিতে ব্যস্ত। পট পরিবর্তনের আগে বিএনপির যে জনপ্রিয়তা ছিল তা কিছুতা হ্রাস পেয়েছে। অপরদিকে ইসলামী দলগুলি তাদের কিছু জনপ্রিয়তা বাড়াতে সক্ষম হয়েছে। আর এভাবেই চলছে নারায়ণগঞ্জে বর্তমান রাজনীতি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯