আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:৩৫

ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনা গণহত্যকারী

ডান্ডিবার্তা | ০৫ ডিসেম্বর, ২০২৪ | ১০:০০ পূর্বাহ্ণ

নাসির উদ্দিন
গণহত্যাকারী শেখ হাসিনাকে নিয়ে ভারতের অতি উৎসাহী হওয়ার বিষয়ে মুখ খুললেন ভারতের সাংবাদিক অর্ক ভাদুরী ও অনির্বান দাস। তারা দুই জনেই ভারতের ইনসাফ বাংলা নামক মিডিয়ায় পৃথক পৃথক বক্তব্য দেন। সাংবাদিক অর্ক ভাদুরী বলেন, শেখ হাসিনা একজন গণ হত্যাকারী তাকে আ¤্রয় দেয়া টা কেন ভারতের দায় পড়েছে। তাকে বিশে^র কোন দেশ গ্রহণ করতে চায়নি কিন্তু মুদি সরকার তাকে আ¤্রয় দিয়ে আমাদের টেক্সের টাকায় তার ভরন পোষন করছে। ভারত সরকার শেখ হাসিনার পক্ষপাতিত্বের কারণে আজ বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের দুরত্ব বেড়েছে। শুধু তাই নয় শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর ভারতীয় মিডিয়াও ফেক নিউজ করে ভারতের সাধারণ মানুষকে উস্কানী দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। শেখ হাসিনা মাত্র ২০ দিনে ২ হাজারে অধিক মানুষকে গুলি করে নির্মম ভাবে গণহত্যা করল তাকে আমাদের ঘৃণা করা উটিৎ ছিল। তা না করে আমারা সেই গণহত্যাকারীকে আশ্রয় দিলাম। যা একেবারেই গর্হিত কাজ। আমাদের উচিৎ ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া। তার বিচার বাংলাদেশে হবে। আমাদের এত দায় কেন একজন গণহত্যাকারী মহিলাকে প্রশয় দেয়া। ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যাচার করেছে তা ফাঁস করে দিয়েছে বিবিসি ও ডয়েচ ভেলের মতো আন্তর্জাতিক মিডিয়া। এটা আমাদের জন্য ান্যায় হয়েছে। এতে করে সারা বিশে^ ভারতীয় মিডিয়ার গ্রহনযোগ্যতা করেছে। অনিবার্ন দাস বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে অনেক হিন্দু নির্যাতনের শিকার হয়েছে। তার জন্য ভারত কোন কথা বলেননি। আজ নির্যাতন হচ্ছে না তা বলবো না। তবে আগেও এর প্রতিবাদ করা দরকার ছিল। মূলত শেখ হাসিনার সাথে ভারত সরকারের অর্থ নিয়ে সম্পর্ক ছিল। যার করণে শেখ হাসিনাকে পুর্নবাসনের চেষ্টা ভরত সরকার করছে। এতে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের প্রতি কোন তোয়াক্কা ভারত সরকার করছে না। আজকে বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসা বন্ধ করে দেয়া হয়েছে এতে করে সীমান্ত লাগোয়া এলাকাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। ভারত সরকারের কিছু মন্ত্রী রয়েছে যারা হাওয়ায় একটি বক্তব্য দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বিদ্ধেষ সৃষ্টি করছে। যে মহিলা সারা বিশে^র কাছে ধিক্কিত তাকে কেন আমাদের আশ্রয় প্রশ্রয় দিতে হবে। এত দায় কেন। আমাদের মনে হয়ে ভারতের জনগণের চেয়ে ভারত সরকারের কাছে এক জন গণহত্যাকারী মিহলা বেশী গুরুত্বপূর্ন। এক সময় ভারত গণহত্যতার নিন্দা জানাতো আজ গণহত্যাকারীকে প্রশ্রয় দিচ্ছে। এতে করে ভারতের সুনাম নয় দুর্নামই বয়ে আনছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরিন বিষয় নিয়ে ভারতীয় মিডিয়া দুই দেশের মধ্যে উত্তজনা ছড়াচ্ছে। যা আগামী দিনের জন্য দুই দেশের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে। ভারতে জনগণ শেখ হাসিনাকে আ¤্রয় দেয়ার পক্ষে নয় কিন্তু মনে হচ্ছে ভারত সরকার আওয়ামীলীগের ঠিকাদারী নিয়েছে। আওয়ামীলীগ গণহত্যাকারী ভোটচোর যা সারা বিশে^র মানুষ জানে। তাই আমাদের উচিৎ শেখ হাসিনাকে ভারত থেকে বিতারিত করা। সেই সাথে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করা। তিনি আরো বলেন, শেখ হাসিনা কি ভারতে কর্মচারী? কর্মচারী হিসাবে মলিক হয়ে তাকে রক্ষা করতে হবে। আমাদের কেন দায় পড়েছে শেখ হাসিনাকে রক্ষা করা। আমরা দুই দেশের মধ্যে সম্প্রতি বজায় রাখতে। তাই ভারত সরকারকে এ নীতি থেকে বেরিয়ে আসার আহবান জানাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা