আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:৩৯

ষড়যন্ত্র করে বেকায়দায় ভারত!

ডান্ডিবার্তা | ১০ ডিসেম্বর, ২০২৪ | ১০:০০ পূর্বাহ্ণ

নাসির উদ্দিন
ভারত নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেঁসে যাচ্ছেন। হাহাকার শুরু হয়েছে কোলকাতা জুড়ে। নেমেছে অর্থনৈতিক ধস। কর্ম কারাচ্ছে বহু মানুষ। তরে মধ্যে ও আরো একটি গুজব ছাড়িয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। যা সম্পূর্ন মিথ্যাচার। তিনি চাচ্ছেন দুই দেশের মধ্যে যুদ্ধ হউক। তিনি নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ভাষায় কথা বলছেন। যেভাবে বিভিন্ন সময় শামীম ওসমান মিথ্যা ছড়িয়ে নিজের ফায়দা লুটার চেষ্টা করতেন আর তার বাহিনীর আস্থা অর্জন করতেন। এভাবে কোলকাতায় এবার শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করছেন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। তাদের ষড়যন্ত্রে এখন জ¦লে পুড়ে মরছে তার দেশের সাধারণ মানুষ। মির্থাচারের কারণে দুই দেশের মধ্যে ছড়ানো উত্তপ্ততার জেরে কলকাতায় ‘মিনি বাংলাদেশ’ বলে পরিচিত মারক্যুইস স্ট্রিটের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। জরুরি মেডিকেল ভিসা ছাড়া আপাতত বাংলাদেশিদের কোনো ভিসা দিচ্ছে না ভারত। ফলে বাংলাদেশি না থাকায় মারক্যুইস স্ট্রিটের ব্যবসায়ীদের অলস সময় পার করতে হচ্ছে। পড়েছেন অর্থনৈতিক জটিলতায়। এই অঞ্চলের কাশ্মীরি শাল ব্যবসায়ী অর্থাৎ কাশ্মীরি আর্ট বাজারে মালিক মো. বসির বলছেন, পুরনো ভিসায় বাংলাদেশিরা টুকটাক আসছেন। নতুন ভিসা বন্ধ। কেন বন্ধ করা হয়েছে আমাদের স্পষ্ট করেও কিছু বলা হচ্ছে না। কলকাতার মারক্যুইস স্ট্রিট অঞ্চল পুরোটাই বাংলাদেশিদের ওপর নির্ভরশীল। এখন একেবারেই ফাঁকা। কোনো বেচকেনা নেই। সারাদিনেও দোকানের খরচ উঠছে না। কাশ্মীরে জমি-বাড়ি বেচে গত ২০ বছর ধরে কলকাতায় আছি। এরকম পরিস্থিতি চলতে থাকলে আবার ফিরে যেতে হবে। আমরা চাই পরিস্থিতি দ্রুত শান্ত হোক এবং দুই দেশের মানুষ আবার আগের মত যাতায়াত করুক। এদিকে কলকাতার হাসপাতালগুলো বলছে, সম্পর্ক তৈরি করতে সময় লাগে, আর ভেঙে দিতে এক মুহূর্ত সময় লাগে না। বাংলাদেশ-ভারতের সম্পর্ক দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি পুরনো। দু-একটা কারণে ভেঙে যাবে না। কলকাতার আরএএন টেগোর হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের দায়িত্বপ্রাপ্ত জয়ন্ত চৌধুরী বলছেন, বহু বাংলাদেশি বর্তমানে আমাদের হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। তাদের পরিবার কলকাতার বিভিন্ন অঞ্চলের হোটেলে আছে। কোথাও কি শুনেছেন, বাংলাদেশি বলে হোটেল দেওয়া হবে না বা তাদের নিয়ে কলকাতায় কোনো গন্ডগোল? আমি আপনাদের মাধ্যমে বলবো, আমাদের কাছে বহু বাংলাদেশি চিকিৎসার পাশাপাশি খোঁজ নিচ্ছে যে এখন কলকাতা যাওয়া সেফ হবে তো! আমি বলবো নিশ্চিন্তে আসুন। এখানে কোনো ভয় নেই। বাঙালিদের আরও কীভাবে সহযোগিতা করা যায় এমন নানা বিষয় নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছে কলকাতার ‘মারক্যুই স্ট্রিট-ফ্রি স্কুল ওয়েলফেয়ার সোসাইটি’।
২০২২ সালে কলকাতায় এ সোসাইটি তৈরি হয়েছিল বাংলাদেশিদের অভাব-অভিযোগ শোনা ও কলকাতা পুলিশের সহযোগিতায় বাঙালিদের নিরাপত্তা বাড়ায় এ সোসাইটি। তারা বলেন, ভারতীয় ভিসা বন্ধের কারণে এ অঞ্চলের ব্যবসায়ীদের ধাক্কা লেগেছে। বর্তমান পরিস্থিতিতে আরও কমেছে কলকাতায় বাংলাদেশিদের আসা-যাওয়া। তাদের কাছে বহু বাঙালি জানতে চাইছে কলকাতা কতটা নিরাপদ? এ কারণে এ বৈঠক। ওয়েলফেয়ার সোসাইটি জানাচ্ছে, আমরা স্পষ্ট জানাচ্ছি, রাজনৈতিক দলগুলো বাংলাদেশ বয়কটের কথা বললেও আমরা স্পষ্ট জানাতে চাই, আমরা কোনো বয়কটের পক্ষপাতী নই। আমরা বাংলাদেশিদের বয়কট করছি না। মূলত এ মৌসুমে বাংলাদেশিদের ভিড়ে জমজমাট থাকে কলকাতা। শীতকে কেন্দ্র করে গত বছরের চিত্র ফুটে উঠত কলকাতায়। কিন্তু চলতি সময় পরিস্থিতি ভিন্ন। শহরের মার্কক্যুইয়ে একেবারে অন্য চিত্র ফুটে উঠেছে। চারদিক ফাঁকা। হাতেগোনা কয়েকজন বাঙালি আসা-যাওয়া করছে। সোসাইটি আরও জানাচ্ছে, আমরা বুঝতে পারছি কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করছে। সেগুলোই সমস্যা তৈরি করছে। দুই দেশের বাঙালিকে এসকল মিথ্যা বা গুজব সংবাদকে গুরুত্ব না দিতে অনুরোধ করেছেন তারা। এ অঞ্চলের ব্যবসায়ীরা বলেন, বহু বাঙালি বাংলাদেশ থেকে জিজ্ঞেস করছেন কলকাতা যাওয়া এ সময় নিরাপদ হবে? চিকিৎসায় কোনো সমস্যা হচ্ছে না তো? আমরা বলছি কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে আসতে পারেন। তাদের অভিমত, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ না হলে সবাই অ্যাফেক্টেড হবে। শুধু আমরা নয়, বাংলাদেশ অ্যাফেক্ট হচ্ছে। আমরা চাই দুই দেশ বসেই সিদ্ধান্ত নেক। শান্তি ফিরে আসুক দুই দেশে। বাড়ুক মানুষে মানুষে যোগাযোগ। ব্যবসা হারালে দুই দেশই সমস্যায় পড়বে। ভারতীয় ভিসা বন্ধের কারণ সম্পর্কে তারা বলেন, কী কারণে ভারত ভিসা বন্ধ করেছে এ ব্যাপারে তারা স্পষ্ট নয়। তবে এ বিষয়ে এখনি তারা ভারত সরকারকে চিঠি দেবে না। আরও কিছুদিন অপেক্ষা করতে চায়। তারা জানাচ্ছে, এ মুহূর্তে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মানুষ কলকাতায় অবস্থান করছেন, যা গত বছর এ সময় ছিল ৪০ থেকে ৪৫ শতাংশ। এর মধ্যে বাংলাদেশ নিয়ে ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে বাংলাদেশ ইস্যুতে তিনি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকেও। বাংলাদেশ ইস্যুতে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছে টা কী? রাফাল (যুদ্ধবিমান) রাখা আছে হাসিমারায়। শুধু রাফালের আওয়াজে ওদের সব হয়ে যাবে। ’ এধরনের মিথ্যাচার করে এবার ভারতের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। একজন গণহত্যাকারীকে প্রশ্রয় দিতে ভারত ভারতের জনগণের সাথে প্রত্রানা করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা