আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:২০

মামলার যাতাকলে শামীম পরিবার

ডান্ডিবার্তা | ১১ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের দুর্দান্ত প্রতাপের এমপি শামীম ওসমানসহ তার পরিবার এবং তার দোসররা এবার হত্যা মামলার যাতাকলে পিষ্ট হচ্ছে। তার নামের তকমা গডফাদার নামটি যেন এবার যথাযথ ভাবে মিলে গেছে। নারায়ণগঞ্জে নয় শুধু এবার রাজধানীতের তার ও তার অনুসারিদের বিরুদ্ধে মামলা হয়েছে। যারা শেখ হাসিনার স্বৈরশাসনের অংশিদার। নারায়ণগঞ্জে তারাই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছিল। যার খেসারত এখন তাদের দিতে হচ্ছে। যদিও শামীম ওসমানের পরিবার ও অনেক দোসর ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে সেই সাথে অনেকে আবার দেশের মধ্যেই আত্মগোপন করে আছে। দীর্ঘ ১৬টি বছর আওয়ামীলীগের স্বৈরশাসনামলে শামীম ওসমানের দোসররা নারায়ণগঞ্জেটাকে লুটেপুটে খেয়েছে। অবৈধভাবে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। শামীম ওসমান এতই দুর্দস ছিল তার ভয়ে কেহ মুখ খুলতে সাহস পায়নি। যে মুখ খুলবে তাকে যেতে হবে জমঘনে নয়তো আয়না ঘরে নয়তো দেশ ছাড়তে হবে। আর যারা তার দলের মধ্যে প্রতিবাদ করত তাদের নানা ভাবে নাজেহাল করতে ছাগেননি। অবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে চালায় গণহত্যা। যে গণহত্যা শামীম ওসমান নিজে উপস্থিত থেকে নেতৃত্বে দেয়। অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই তাকেও দেশ ছেড়ে পালাতে হয়। সর্বশেষ তার বিরুদ্ধে মামরা হয় ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. তানভীর রহমান (১৭) নামে এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও শামীম ওসমানকে আসামি করে আরও একটি মামলা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী তরুণ নিজে উপস্থিত হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই সেলিম ওসমান, তার ভাতিজা আজমেরি ওসমান, তার ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপু, জাতীয় পার্টি নেতা বজলুর রহমান রিপন, সালেহ রহমান সীমান্ত, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল সহ ১১১ জন। এছাড়া সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. ইব্রাহীম হোসেন (১৯) নামে এক তরুণকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় শামীম ওসমানকে প্রধান আসামি করে আরো মামলা দায়ের করা হয়েছে। এতে ৮৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাতিজা আজমেরি ওসমান (৪৫), তার ছেলে অয়ন ওসমান (৩৭) মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতিসহ (৫৫)সহ ৮৯ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংঠনের নেতাকর্মীদের নামে আসামি করা হয়েছে। এভাবে মতাধিক মামলার আসামী হয়েছেন শামীম ওসমান ও তার বাহিনীন সন্ত্রাসী বা দোসররা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা