
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার পর এবার আতঙ্কে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতারা। যে কোন সময় বিলুপ্ত হতে যাচ্ছে মহানগর বিএনপির কমিটি এমনই তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় নির্ভরযোগ্য সূত্রে। গতকাল মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তদন্ত কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈারাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে এক ধরনের দখবাজী, লুটপাট ও নৈরাজ্য শুরু হয়। এ সকল নৈরাজ্য বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা করেছে তাদের বিরুদ্ধে বিএনপি তদন্ত কমিটির মাধ্যমে সকল তথ্য সংগ্রহ করে শুদ্ধি অভিযান শুরু করেছে। যে সকল দুনীর্তি জেলা বিএনপি করেছে তা গণমাধ্যমে ততটা প্রকাশ না পেলেও তদন্ত কমিটি ঠিকই তা প্রমাণ সংগ্রহ করে কেন্দ্রে সুপারিশসহ জমা দিয়েছে। যার প্রেক্ষিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। জেলা বিএনপির নেতারা যে সকল অপকর্ম করেছে এমন অপকর্ম মহানগর বিএনপির নেতাদের মধ্যেও রয়েছে। যা বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এ নিয়ে এবার আতঙ্কে রয়েছে মহানগর বিএনপির নেতারা। কেন্দ্রীয় সূত্রে জানা গেছে অচিরেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত হচ্ছে। পরবর্তিতে যারা বিএনপিকে বদনাম করেছে তাদের বিষয় কেন্ত্রীয় বিএনপি ভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে এমন তথ্যও পাওয়া গেছে। তবে কি ধরণের ব্যবস্থা নিবে কেন্দ্রীয় বিএনপি তা প্রকাশ করেনি। মহানগর বিএনপির শীর্ষ পদের নেতাদের ছত্রছায়ায় দখলবাজি, জুট সেক্টর দখল, মামলা বানিজ্যসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অনেকে আবার স্বৈরাচারের দোসরদের পুন;বাসন করার জন্য মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে তাও কেন্দ্রের তদন্তে প্রাণ পেয়েছে। তাই কেন্দ্র এ সকল দুর্নীতিবাজদের দল থেকে ছাটাই করে নতুন আঙ্গিকে বিএনপিকে সাজাতে যাচ্ছে। আগামীর বিএনপি হবে জনবান্ধব ও পরিচ্ছন্ন। কেন্দ্রীয় বিএনপির এক নেতা জানান, যারা বিএনপির নাম বিক্রি করে দুর্নীতি ও দখলবাজি এবং চাঁদাবাজি করেছে তার তালিকা কেন্দ্রে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রয়েছে। তাই বিএনপির আগামী দিনের রাজনীতির পথ সুগম করার জন্য দলের বিভতরে থাকা আবর্জনা পরিস্কার শুরু করেছে। জেলা বিএনপির যারা পদ হারিয়েছে তাদের মত মহানগর বিএনপির নেতারা পদ হারানোর আতঙ্কে রয়েছে। মহানগর বিএনপির শীর্ষ পদের নব্য নেতারা তাদের দখলে নারায়ণগঞ্জ বিএনপিকে রাখতে ত্যাগী নেতাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ কেন্দ্রে দিয়ে ত্যাগীদের দল থেকে দুরে রেখেছে। যাতে তারা তাদের আধিপত্য বজায় রাখতে পারে। তাদের দুর্নীতি ও স্বজনপ্রিতির কারণে বিএনপির অনেক ত্যাগী ও প্রবীন নেতা দলের বাইরে রয়েছে। তবে তারা দলের কাঠামো মেনে তাদের মত তারা দলীয় কার্যক্রম চালিয়েছে যা তদন্ত কমিটি তথ্য প্রমাণ পেয়েছে। জেলা বিএনপি যেমন বিলুপ্ত হয়েছে তেমনই মহানগর কমিটি বিলুপ্তের পতে। আর এ জন্য মহানগর বিএনপির নেতারা কমিটি বাঁচাতে লবিং শুরু করেছে। তবে তাদের শেষ রক্ষা হবে না এমনটাই জানা গেছে। নারায়ণগঞ্জ বিএনপির নেতৃত্বে ত্যাগী প্রবীন ও নবীণরা আসতে পারে এমন ইঙ্গিতই পাওয়া গেছে। তবে সব মিলিয়ে ঘুম হারাম হয়ে গেছে মহানগর বিএনপির নেতাদের। যে কোন সময় ঘোষনা আসতে পারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি বিলুপ্তের।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯